বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের প্রেতাত্মাদের ষড়যন্ত্র জনগণকে নিয়ে মোকাবেলা করা হবে —ড. খন্দকার মোশাররফ হোসেন

দাউদকান্দি-তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের প্রেতাত্মাদের যে কোনো ষড়যন্ত্র জনগণ নিয়ে মোকাবেলা করা হবে, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার জুলাই আগস্টে বাংলাদেশের ১৫ শত লোক হত্যা করেছে এবং হাজার হাজার ছাত্র-জনতাকে আহত করেছে দাউদকান্দিতে আওয়ামী সন্ত্রাসীরা বাবু ও রিফাতকে গুলি করে হত্যা করেছে। তাই জুলাই আগস্টে যাদের হাতে বাংলাদেশের নিরীহ মানুষের প্রাণ দিয়েছেন তাদের এখনো বিচারের আওতায় আনা হয়নি দেশে নানা ষড়যন্ত্র চলছে।
শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে তবে তার প্রেত্মারা নানা ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন জনগণ মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র জনপ্রিয় দল। অন্তবর্তী কালীন সরকার যে কোনো সময়ে নির্বাচন ঘোষণা দিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের মানুষের অত্যাচার বন্ধের জন্য ১৫ বছর আন্দোলন করেছি বেগম খালেদা জিয়া ও তারেক রহমান, জুনিয়র নেতৃবৃন্দ সহ সিনিয়র নেতৃবৃন্দদের শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছিল, আমাকেও মিথ্যা মামলা দিয়ে পাঁচ বছর জেল খাটিয়েছেন তবে আমি সমস্ত মামলা থেকে মুক্তি পেয়েছি ।
তিনি গতকাল শনিবার কুমিল্লার দাউদকান্দি আদর্শ পাইলট, উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গণহত্যাকারী পতিত স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক অবৈধ কর্মসূচির প্রতিবাদে ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দাউদকান্দি তিতাস উপজেলা বিএনপির, এক মহা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ড. খন্দকার মারুফ হোসেন ,জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এ,কে শামসুল হক সাবেক সভাপতি দাউদকান্দি উপজেলা বিএনপি, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম সিনিয়র যুগ্ম আহবায়ক কুমিল্লা উত্তর জেলা বিএনপি, এম এ লতিফ ভূঁইয়া আহ্বায়ক দাউদকান্দি উপজেলা বিএনপি, আলহাজ্ব জসীমউদ্দীন আহমেদ সিনিয়র যুগ্ম আহবায়ক দাউদকান্দি উপজেলা বিএনপি ,ভিপি জাহাঙ্গীর আলম সদস্য সচিব দাউদক উপজেলা বিএনপি ,ওসমান গনি ভূঁইয়া আহ্বায়ক তিতাস উপজেলা বিএনপি, পিটার চৌধুরী যুগ্ম আহবায়ক দাউদকান্দি পৌর বিএনপি, আব্দুল বাসেত আহবায়ক দাউদকান্দি উপজেলা ছাত্রদল প্রমুখ। মহাসমাবেশে জনসমুদ্রে পরিণত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com