বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

রৌমারী উপজেলা বিএনপির কর্মী সভা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

রৌমারী উপজেলা বিএনপির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে ও উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে প্রধান বক্তা আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ সদস্য সচিব জেলা বিএনপি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম বেবু ১ নং যুগ্ন আহ্বায়ক জেলা বিএনপি হাসিবুর রহমান হাসিব যুগ্ন আহ্বায়ক জেলা বিএনপি, আলহাজ্ব আজিজুর রহমান সদস্য জেলা বিএনপি কুড়িগ্রাম, মমতাজ হোসেন লিপি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রিয় কমিটি। কর্মী সভায় স্থানীয়ভাবে বক্তব্য রাখেন, আজিজুর রহমান সাবেক সভাপতি উপজেলা বিএনপি, আব্দুর রাজ্জাক সহসভাপতি উপজেলা বিএনপি, আবুল হাশেম মাষ্টার সাবেক সহসভাপতি উপজেলা বিএনপি, মোস্তাফিজুর রহমান রঞ্জু সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, রায়হান কবির সভাপতি জেলা যুবদল, আব্দুল বারী সরকার সাবেক সভাপতি চিলমারী উপজেলা বিএনপি, শিউলি পারভীন শিল্পী সভাপতি উপজেলা মহিলা দল বিএনপি, আমিমুল ইসলাম সভাপতি জেলা ছাত্রদল, আমিনুল ইসলাম হীমেল সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল, কামরুজ্জামান বাবু আহ্বায়ক উপজেলা কৃষকদল, মঞ্জুরুল ইসলাম মঞ্জু আহ্বায়ক উপজেলা যুবদল, মশিউর রহমান পলাশ সদস্য সচিব উপজেলা যুবদল রৌমারী, শিউলি পারভীন শিল্পী সভাপতি উপজেলা মহিলা দল, নাজমুল হাসান রানা আহ্বায়ক উপজেলা ছাত্রদল রৌমারী, রবিউল ইসলাম রানা সাধারণ সম্পাদক উপজেলা সেচ্ছাসেবক দল রৌমারীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা তার বক্তব্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনারা ধানের শীষের প্রতীককে কেন্দ্র করে এক হয়ে কাজ করুন। জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। সভায় বক্তারা দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষে গোছাতে হবে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি হিসাবে যাদেরকে দেয়া হবে তাদের সাথে থেকে বিএনপির হাতকে শক্তিশালী করতে কাজ করতে হবে। আপনাদের প্রতি আমাদের এই আহ্বান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com