মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
হত্যাচেষ্টা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন কোরিয়ার বিনিয়োগ প্রতিনিধিদল ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত ৬ মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়েছে: শিবির সভাপতি ইসলামী ব্যাংকে অডিট বিষয়ক কর্মশালা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঈদ পুনর্মিলনী এসবিএসি ব্যাংকের নতুন এএমডি মোঃ রবিউল ইসলাম নির্বাচন যত বিলম্ব হবে সংকট ততই বৃদ্ধি পাবে-আজিজুল বারী হেলাল মুন্সীগঞ্জে তিন উপদেষ্টার ব্যাপক উন্নয়নের ঘোষণা ॥ দুই মাসের মধ্যে সরকারি মেডিক্যাল কলেজ নির্মাণের কাজ উদ্বোধন সাপাহারে প্রভাবশালী ভূমি দস্যুর রোষানলে পড়ে কয়েকটি অসহায় পরিবার সর্বস্বান্ত

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে ৭০টি গরু বিতরণ

নাজমুল হোসেন বীরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়ের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে ৭০টি গরু বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. শাহরিয়ার মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী ৭০ টি গরু বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন, উপজেলা প্রেসক্লাবের সদস্য মো. নাজমুল হোসেন সহ উপকার ভোগী আদিবাসী সম্প্রদায়রা সহ আরও অনেকে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, গরুগুলো সঠিক ভাবে লালন পালন করলে যেমন এক দিকে এই পরিবার লাভবান হবেন অন্য দিকে দেশের ও আমিষের চাহিদা পূরণ হবে। তাই সুবিধা ভোগীদের উদ্বুদ্ধ করুন বক্তব্য দেন। প্রধান অতিথি সুবিধাভোগীদের বলেন, গরু বিতরণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের সদস্যদের স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং আর্থিক অবস্থার উন্নয়ন সাধন করা। বিতরণকৃত গরুগুলো থেকে আয় দিয়ে জীবিকা আরও শক্তিশালী হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com