শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

শ্যামনগরে সাংবাদিক সমাবেশ নিরাপদ কর্মপরিবেশের দাবি

এবিএম কাইয়ুম রাজ শ্যামনগর
  • আপডেট সময় বুধবার, ১৯ মার্চ, ২০২৫

সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) শ্যামনগর মাইক্রো বাসস্ট্যান্ডে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন। উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনিরের সভাপতিত্বে ও গাজী আল ইমরানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। সাংবাদিকদের হয়রানি, হুমকি ও আইনি জটিলতায় ফেলা কেবল ব্যক্তিগত দায়িত্ব পালনের বাধা নয়, এটি পুরো গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি। প্রশাসনকে অবশ্যই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিবিসি নিউজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি বেলাল হুসাইন, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি মোস্তফা কামাল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের আব্দুল হালিম, সাংবাদিক হুসাইন বিন আফতাব, সাংবাদিক মোমিনুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের হয়রানি ও নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে সাংবাদিক নেতারা বলেন, সত্য প্রকাশের দায়িত্ব থেকে কেউ পিছু হটবে না। সাংবাদিকদের সম্মিলিত ঐক্যবদ্ধের মাধ্যমে নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com