কলাপাড়ায় তবলীগ জামাত ও নারায়ণগঞ্জ থেকে ফেরা ২৯ জনসহ ৩৮ জনকে কোয়ারান্টাইনেে রাখা হয়েছে। এদের অধিকাংশ ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় তবলীগ জামাত শেষে বৃহস্পতিবার ভোররাতে ফিরছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে এদের দশজনের একটি দলকে নাচনাপাড়াগ্রামের পীর বাড়ীর জামে মসজিদে এবং চারজনের একটি দলকে খেপুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনে কোয়ারান্টাইনেে রাখা হয়েছে। এ ছাড়া পনের জনকে নিজ নিজ বাড়ীতে কোয়ারান্টাইন নিশ্চিত করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৮ জনের মধ্যে চারজনকে হোম কোয়ারান্টাইনে মহিপুর থানা পুলিশ নিশ্চিত করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বলেন ও উপজেলা স্বাস্হ্য প্রশাসক ডাঃ চিম্মায় হাওলাদার এ খবর নিশ্চিত করেছেন। তবেতবলীগ জামাতের যে গ্রুপটি ঢাকা, নারায়নগজ্ঞ থেকে ফিরছিলেন তাদের আমির মোহাম্মদ হেমায়েত উদ্দিনের বরাত দিয়ে ইউএনও জানান, এই দলের মোট সদস্য সংখ্যা ছিলো ৫০ জন। এখনও কোয়ারান্টাইনেে আসেনি। তাদের নামের তালিকা সংগ্রহ করে প্রত্যককে হোম কোয়ারান্টাইন নিশ্চিত করা হবে। ইতিমধ্যে আরো ৯ জন হোম কোয়ারান্টাইনে রয়েছেন। এ নিয়ে কলাপাড়ায় মোট ৩৮ জনের কোয়ারান্টাইন বৃহস্পতিবার পর্যন্ত নিশ্চিত করা হয়েছে।
ই-খ/খবরপত্র