শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন

কোভিড রোধে প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত : কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

কোভিড-১৯ সংক্রমণ রোধে প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে বলে মঙ্গলবার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘করোনা দিন দিন বাড়ছে। প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত আসবে। মানুষের জীবন আগে। জীবন না থাকলে জীবিকা দিয়ে কী হবে?’ গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী এক প্রশ্নে জবাবে এ সময় বলেন, ‘পুরো লকডাউন সম্ভব না। পাকিস্তান করতে পারেনি, ভারত যা করেছে তাতেও লাভ হয়নি।’
দেশে প্রতিদিন সংক্রমণ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের প্রস্তুতি আছে। প্রধানমন্ত্রী নিজেই এটি মনিটরিং করছেন। যারা মাস্ক পরবে না তাদের জরিমানা হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর।’ সংক্রমণ রোধে আবার লকডাউন আসতে পারে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘যদি কোনো বিধিনিষেধ দিতে হয় সেটিও হতে পারে। মফস্বলে তো একেবারেই স্বাস্থ্যবিধি মানা হয় না। তবে এ রকম (লকডাউন) কিছু না। গতি প্রকৃতি দেখে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত। মাস্ক ব্যবহার করতে হবে, সেটাই কঠোর সিদ্ধান্ত।’
মন্ত্রিসভার পরিবর্তন নিয়ে তিনি বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী দেয়া হয়েছে। তিনি একজন ভালো লোক। জামালপুরের ইসলামপুরের সংসদ সদস্য, তাকে ধর্ম প্রতিমন্ত্রী করা হয়েছে। আজ সন্ধ্যায় তার শপথ হবে। এ মুহূর্তে মন্ত্রিসভায় আর কোনো পরিবর্তনের কথা আমি জানি না। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে ওটা (ধর্ম প্রতিমন্ত্রীর পদ) যেহেতু খালি সে জন্য তা পূরণ হচ্ছে। আর কোনো পরিবর্তন তাড়াতাড়ি হচ্ছে বলে মনে হয় না। খুব সহসাই পরিবর্তন হচ্ছে না।’ওবায়দুল কাদের জানান, করোনাভাইরাসের এ দুর্যোগের সময়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় জরুরি ভিত্তিক কোনো পরিবর্তন দরকার আছে বলে মনে করছেন না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com