ঝালকাঠির নলছিটিতে যথাযথ মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস-২১ পালিত হয়েছে। নলছিটি উপজেলা প্রশাসন ও সমাবেশ কার্যালয় দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। শনিবার উপজেলা চত্বর থেকে একটি রেলী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে এসে এক আলোচনা সভায় মিলিত হন। উপজেলা নির্বাহী অফিসার (ভার) মোঃ সাখাওয়াত হোসেন’র সভাপতিত্বে মুঠোফোনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী, ১৪ দলের মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার খান মতিউর রহমান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার (সাবেক) তাজুল ইসলাম দুলাল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন। সঞ্চালনায় ছিলেন শাহিন গাজী।