বগুড়া সদরের ন্যাংড়া বাজার সংলগহ্ন শিকারপুর পাকারাস্তার পাশে (দশটিকায়) গ্রামবাসীর আয়োজনে নিশিন্দারা ইউপি সদস্য লুৎফর রহমান লালের মুক্তির দাবীতে এলাকার নারী পুরুষের সম্বনয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিশিন্দারা ইউনিয়নের ৩নং ইউপি সদস্য লুৎফর রহমান লাল মিয়ার মুক্তির দাবীতে মানব বন্ধনে তার পরিবারের সদস্য সহগ্রামের নারী পুরুষেরা উপস্থিত ছিলেন। ইউপি সদস্য লালমিয়ার পুত্র সুলতান মাহমুদ বলেন, দশ টিকা এলাকার অনাকাংঙ্খিত একটি ঘটনাকে কেন্দ্র করে গত ৩১ ডিসেম্বর আমারপিতাকে বগুড়া সদর থানা পুলিশ আটক করে নিয়ে যায়। আমার বাবা নিরাপরাধ ছিলেন, আমরা গ্রাম বাসীসহ পরিবারের সকল সদস্য তার মুক্তির জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের জন্য গৃহগুলি যারা ভাংচুর করে জাতীর বিবেক সাংবাদিকদেরকে মারপিট, লাঞ্চিত ও তাদের ক্যামেরাসহ অন্যান্য জিনিসপত্র ছিনতাই এর ঘটনার ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে তাদেরকে আটক করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি।