শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

চট্টগ্রামে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই সরবরাহ করলো এস.আলম গ্রুপ

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০

বিশ্বব্যাপী মহামারী আকার ধারণকারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব প্রতিরোধে সহযোগিতার ধারা অব্যাহত রেখেছে দেশের অন্যতম শিল্প গোষ্ঠী এস. আলম গ্রুপ। এস আলম গ্রুপের কর্ণধার দেশ বরেণ্য শিল্পপতি জনাব মোহাম্মদ সাইফুল আলম মাসুদ-এর দিকনির্দেশনায় এই সহযোগিতামূলক কাজ পরিচালিত হচ্ছে।

দেশের এই দূর্যোগকালীন মূহুর্তে চিকিৎসকরা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে নিরলসভাবে তাদের সেবা দিয়ে যাচ্ছেন।

এক্ষেত্রে নিরাপদে তাদের চিকিৎসা সেবা অব্যাহত রাখার স্বার্খে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের সকল হাসপাতালের (৪০-৪২টি) ডাক্তার, নার্স, ওয়ার্ডবয়সহ সকল কর্মচারীদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য মাননীয় মেয়র জনাব আ.জ.ম নাছির উদ্দিনের হাতে এস আলম গ্রুপের পক্ষ হতে ২,০০০ পিস ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেন এস আলম গ্রুপ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের একান্ত সচিব জনাব মোঃ আকিজ উদ্দিন। এ সময় চট্টগামের সিটি কর্পোরেশনের চীফ অফিসার ও যুগ্ম সচিব জনাব মো: শামসুদ্দোহা এবং এস আলম গ্রুপের কর্মকর্তা জনাব মিলটন চৌধুরী উপস্থিত ছিলেন।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com