মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

পীরগাছায় ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

পাঁচ দলীয় কর্মীর নামে মামলার জের ধরে উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন জমির সরদারের অপসারণের দাবিতে বুধবার বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন তাম্বুলপুর বাসী ব্যানারে একটি গ্রুপ। বুধবার তাম্বুলপুর বাজারে বিক্ষোভ সমাবেশ করেন ওই গ্রুপটি, স্থানীয় তিন রাস্তার মোডে সড়কে বসে পড়ে অবরোধ কর্মসুচী পালন করেন তারা। বিক্ষোভকারীরা ইউপি চেয়ারম্যান রওশন জমির সরদারের অপসারণ ও শাস্তির দাবি এবং কর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি করেন। এসময় তারা নানা ধরনের ফেষ্টুন ও প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীরা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন। ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনন্ত চন্দ্র মোদক এর নেতৃত্বে আয়োজিত সমাবেশে অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। উপস্থিত সাংবাদিকদেন কাছে মামলার আসামী মোঃ আঙ্গুর আলম বলেন, আমরা সবাই আওয়ামীলীগের নেতা কর্মী, আমাদেরকে হয়রানী করার জন্য এ মামলা দেওয়া হয়েছে। আমরা মামলা প্রত্যাহারের দাবী করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com