গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর মহিলা কলেজে গত শনিবার বিনামূল্যে পাঠ্যবই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে মহিলা কলেজ হলরুম হতে ১৫৪ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পবনাপুর ইউপি চেয়ারম্যান ও অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলম সরকার ছোটবাবা। সভায় বক্তব্য রাখেন পবনাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সিদ্দিকুল ইসলাম রবি, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম আরজু। এসময় আরও বক্তব্য রাখেন পবনাপুর উচ্চ বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক আজিজার রহমান তালুকদার, কলেজ অধ্যক্ষ এস.এম জহুরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য রোকনুজ্জামান স্বপন, হামিদুন্নবী রতু, দাতা সদস্য আবুল মুনছুর আহমেদ, প্রভাষক আলমগীর প্রধান ও মিজানুর রহমান প্রমূখ। বক্তারা অত্র কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করার এবং অধ্যক্ষ্যের ভূয়শী প্রশংসা করেন।