গাজীপুরের কাপাসিয়ার বড়পুশিয়া এলাকায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন জুম্মা নামাজে আগত মুসল্লিরা।এ সময় উপস্থিত মুসল্লিরা এক লিখিত বক্তব্যে ধর্ষণ মামলায় ষড়যন্ত্রভাবে জড়ানো হয়েছে বলে দাবি করেন। গত শুক্রবার জুম্মার নামাজের পরে বড়পুশিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ সংবাদ সমে¥লনের আয়োজন করা হয়। এলাকবাসীর পক্ষে মো: শহীদুল্লাহ লিখিত বক্তব্যে জানান, গত ২০১৩ সালের মার্চ মাসে একটি সাজানো ধর্ষণের ঘটনা দেখিয়ে এলাকার কিছু শিক্ষিত যুবকদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি মামলা করে (মামলা নং-১৭) সারফুদ্দিন নামের এক ব্যাক্তি। ধর্ষণের মত স্পর্শকাতর ঘটনায় মিথ্যা ও যরযন্ত্রমূলক ভাবে ফাসানোর কারনে কলেজ পড়–য়া বড়পুশিয়া গ্রামের শহিদুল্লার ছেলে, নাজমুল, নুরুল ইসলামের ছেলে হারুন, ইসমাইলের ছেলে কামরুল, আলাউদ্দিনের ছেলে মুজাম্মেল, আমজাদ হোসেনের ছেলে রাসেলরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানির স্বীকার হয়। মিথ্যা ধর্ষণ মামলায় ফেসে তাদের উজ্জল ভবিষৎ জীবন অনিশ্চয়তায় পরে। মিথ্যা এ মামলা থেকে পরিত্রাণ পেতে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।