সোমবার, ০৬ মে ২০২৪, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম ::
দিল্লি বিমানবন্দরে বাংলাদেশী গার্মেন্টসের রফতানি বাড়ায় ভারতীয়দের আপত্তি নকলায় বিএনপির ৪ নেতানেত্রীকে বহিষ্কার পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য ১২ দিনে পানিতে ডুবে ১২ শিশুর মৃত্যু অর্থবছরের ছয় মাসে রাজস্ব আহরণ প্রায় ১৪ শতাংশ বেড়েছে: অর্থমন্ত্রী চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের মাটি ইটভাটায় ব্যবহারের অভিযোগ বরিশালে ৮ ঘন্টা বন্ধ থাকার পর অভ্যন্তরীন ও দুরপাল্লার বাস চলাচল শুরু : অতিরিক্ত পুলিশ মোতায়েন আপনাদের সহায়তায় সুস্থ জীবন চাই শ্রীমঙ্গলে সদ্যপ্রতিষ্ঠিত নূরে মদিনা মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ফুলপুরে চেয়ারম্যান প্রার্থী হাবিবের মিছিল

শিশুদের শ্রেণি কক্ষে পাঠদানে মিথ্যা এবং ভয়-ভীতির কথা বলা থেকে বিরত থাকুন-এস এম শাহজাদা এমপি

খালিদ হোসেন মিলটন গালাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

শিশুদের শ্রেণী কক্ষে পাঠদানে বা কখনো মিথ্যা এবং ভয়-ভীতির কথা না বলার জন্য বিরত থাকুন। পটুয়াখালী গলাচিপায় উপজেলার নব-নির্বাচিত প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা ও পরিচিত সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা একথা বলেন। গতকাল গলাচিপা উপজেলা শাখার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রিন্টু কুমার রক্ষিত এর সভাপতিত্বে গলাচিপা অফিসার্স ক্লাবে সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ্, উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেল পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, বাংলাদেশ কেন্দ্রীয় প্রথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল বশার, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক বশির আহম্মেদ ও গলাচিপা নব-নির্বাচিত প্রাথামিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদিকা মোসা. নুসরত জাহান আনা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গলাচিপা প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, সাধারন সম্পাদক সোহাগ রহমানসহ বিভিন্ন সাংবাদিক ও গলাচিপা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। এসময় প্রধান অতিথি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচা শিশুদের আদর স্নেহ, ভালোবাসা দিয়ে লেখাপড়া শেখাতে হবে। শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষক হল মানুষ গড়ার কারিগর। আওয়ামী লীগ সরকার আপনাদেরকে অনেক সন্মান ও মর্যাদা দিয়েছেন আশা করি আপনারাও সেইভাবে সরকারের প্রতি খেয়াল রাখবেন। পৃথীবির ইতিহাসে এমন কোন নজীর নাই যে একসাথে এতগুলো রেজিস্টারি প্রাইমারী স্কুলকে সরকারি করা হয়েছে। সেটাও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়েছন। আপনাদের প্রতি আওয়ামী লীগ সরকারের আলাদা একটা ভালোবাসা ও নজর রয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতি ও বিশেষ অতিথিদ্বয় কে ফুল ও ক্রেস্ট উপহার প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com