সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন

কলমাকান্দার চৈতানগর গ্রামকে খোলা পায়খানা মুক্ত ঘোষণা

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের চৈতানগর গ্রামকে খোলা পায়খানা মুক্ত গ্রাম ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে রবিবার দুপুরে ওই ইউনিয়নের চৈতানগর গ্রামে তালেব হোসেনের বাড়ির প্রাঙ্গণে “খোলা পায়খানা রোগ জীবানুর কারখানা” শ্লোগানকে সামনে রেখে ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া নিজস্ব অর্থায়নে সৌহার্দ্য কর্মসূচী পপি ও কেয়ার বাংলাদেশ সার্বিক সহযোগিতায় ইউনিয়নের চৈতানগর গ্রামকে শতভাগ খোলা পায়খানা মুক্ত ঘোষণা করা হয়। স্থানীয় বাসিন্দা মো. গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও এনজিও কর্মী মো.হাফিজুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লেংগুরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৌহার্দ্য কর্মসূচী পপি এর উপজেলা সমন্বয়কারী মো. কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রীস আলী, এনজিও কর্মী নন্দী নকরেক প্রমূখ। আলোচনা সভা শেষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। পরে একটি রেলি অনুষ্ঠিত হয? ওই গ্রামে। প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান সাইদুর ঠিক একই ভাবে ইউনিয়নের অন্যান্য গ্রাম গুলোকে পর্যায়ক্রমে খোলা স্থানে পায়খানা মূক্ত গ্রাম ঘোষনা করার জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। অদুর ভবিষ্যতে আমরা লেংগুরা ইউনিয়নের সকল গ্রামকে সার্বিক বিবেচনায় মডেল গ্রাম করতে পারি সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। এ কাজে সহযোগিতা করার জন্য সৌহার্দ্য কর্মসূচী পপি ও কেয়ার বাংলাদেশ কে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন ইউপি চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনাদের সকলের সহযোগিতায় ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে প্রায় ২১ কি,মি, কাঁচা সড়ক নির্মাণ করেছি। নিজস্ব অর্থায়নে ১১৩ টি অগভীর নলকূপ স্থাপন করে দিয়েছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com