আল জাজিরার প্রতিবেদন মিথ্যা প্রমাণ করুক সরকার, প্রয়োজনে সহায়তা করবে বিএনপি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়াও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘মুক্ত’ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মির্জা আব্বাস।
গতকাল সোমবার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার তৃতীয় কারাবন্দী দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করে বিএনপি। সেখানে বক্তব্য দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, ‘আমরা শুরুতেই ক্ষমা চাই খালেদা ও তারেক রহমানের কাছে। কারণ, আমরা তাদের মুক্ত করতে পারি নাই। তবে চিরদিন তারা বন্দি থাকবেন না। তাদের আমরা অবশ্যই মুক্ত করব। মির্জা আব্বাস বলেন, বাংলাদেশ একটি মাফিয়া রাষ্ট্র তা শুনতে মুক্তিযুদ্ধ করিনি।
খালেজা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা।