সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

কালিয়াকৈরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১ তম জাতীয় সমাবেশ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার সকালে সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন কামাল হোসেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন।
দেশের করোনা পরিস্থিতিতে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, এই কর্মসূচিতে আনসার সদস্যদের সম্পৃক্ত হয়ে জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে শহীদ আনসার সদস্যদেরও স্মরণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাঁর বক্তব্যে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আনসার বাহিনীর সদস্যদের ভূমিকার কথা স্মরণ করেন। দায়িত্ব পালন কালে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য জাতীয় সমাবেশে প্রথম পুরস্কার স্বর্ণপদক পান ১০২ জন আনসার সদস্য। দ্বিতীয় পুরস্কার রৌপ্যপদক পান ৬৩ জন। তৃতীয় তা¤্র পদক পান ৫০ জন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com