রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল

রাজশাহীতে ড্রাম চিমনি দিয়ে চলছে ইটভাটা কাঠ পুড়িয়ে তৈরী হচ্ছে ইট

কামাল ইয়াসীন ব্যুরো চীফ রাজশাহী
  • আপডেট সময় সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

রাজশাহীতে ড্রাম চিমনি দিয়ে ইটভাটা তৈরী করে প্রকাশ্যে কাঠ খড়ি পুড়িয়ে ফসলি জমিতে ইট তৈরী করছেন ভাটা মালিকেরা। ইটভাটার মালিকরা মানছে না ইট তৈরি ও ভাটা স্থাপন আইন। নিজেদের ইচ্ছেমতো আবাসিক,কৃষি জমি ও পরিবেশ স্পর্শকাতর স্থানগুলোতে ইটভাটা স্থাপন করেছে। ভাটার ধূলা,কালো ধোঁয়া ও আগুনের তাপে ধ্বংস হচ্ছে নিকটবর্তী এলাকার ফসল,বনজ সম্পদ ও ফলদ গাছ। এসকল ইটভাটার কোন প্রকার অনুমোদন নেই। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা কৃষি বিভাগের প্রত্যায়নপত্র। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের ঘাসিগ্রাম হিন্দুপাড়া সংখ্যালঘুদের বাড়ী ঘেঁষে ড্রাম চিমনি ব্যবহার করে অবৈধ ভাটা স্থাপন করে কাঠ পুড়িয়ে ইট তৈরী করছেন “২০২১ ব্রিক্স” এর স্বত্বাধিকারী একরামুল হক। অন্যদিকে একই ইউনিয়নের বেলনা বড়াইলে আমবাগান,ঝালপুকুর আদিবাসী পাড়া এবং ঈদগাহ সংলগ্ন বারোমাস ফসলি জমিতে ড্রাম চিমনি দিয়ে ইটভাটা স্থাপন করে কাঠ পুড়িয়ে ইট তৈরী করছেন “এডি২১ ব্রিক্স” এর স্বত্তাধিকারী আলহাজ¦ পরিচয় দানকারী আজিজুল হক। উক্ত ভাটা দুটিতে ন্যুনতম আইন প্রয়োগ হয়না। রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইট ভাটা দুটোর চারপাশে শত শত মণ কাঠ সাজানো। গাড়িতে করে গাছ কেটে এনে কাঠ পরিমাপ করা হচ্ছে প্রকাশ্যে ভাটার সামনে। ধুকছে কাঠ পুড়ছে ভাটায়। এক টুকরো কয়লার অস্থিত্ব ভাটার কোথাও খুঁজে পাওয়া যায়নি। ভাটার কথা বলতে গেলে, কার ছাড়পত্রের দরকার আছে ? এমন মন্তব্য করে দাম্ভিকতার সাথে বললেন ভাটার মালিক পরিচয়দানকারী আজিজুল হক । তিনি জানান,‘দেশে কত কিছু অবৈধ,আমি তো ইটের ভাটা চালাচ্ছি। তা ছাড়া বিজয় দিবসসহ বিভিন্ন দিবসে চাঁদা হিসেবে উপজেলাসহ অন্যানদের ম্যানেজ করে ইট ভাটা চালাতে হয়। চলতি মৌসুমে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার ভাটা থেকে ইট চেয়েছেন’। এলাকাবাসীরা জানান, অজ্ঞাত কারো অবৈধ সহায়তায় ঘাসিগ্রাম ইউনিয়নের এই ইট ভাটাদুটি ফসলী জমি এবং বাড়ী ঘেঁষে স্থাপন করা হয়েছে। অহরহ কাঠ খড়ি কিনে ভাটায় আনা হচ্ছে। উজার হচ্ছে এলাকার গাছপালা। পরিবেশ হচ্ছে বিপন্ন। হ্রাস পেয়েছে ফসলি জমি। উপরোক্ত ভাটা দুটো ছাড়াও উপজেলার অন্যান্য ভাটাগুলো চিমনি আইন মেনে চললেও সরকারি বিধিমোতাবেক পরিচালিত হচ্ছে না। এ বিষয়ে উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,ড্রাম চিমনির ব্যবহার ও কাঠ পুড়িয়ে ইটভাটা স্থাপন করা যাবেনা মর্মে ভাটা মালিক আজিজুল এবং একরামুল হককে অনেক আগেই জানানো হয়েছে।তার পরেও তারা অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছে। মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com