মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
টমেটো চাষে কৃষক ফিরোজের বাজিমাত, ঝুঁকছেন অন্য কৃষকরাও দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার তৃতীয় দিনের মতো চলছে সুন্দরবনের আগুন নেভানোর কাজ বাড়ির ভিতর স্বল্প পরিসরে মাছচাষে তিনগুণ লাভে খুশি মাছচাষী শরীয়তপুর সদর উপজেলাকে একটি আধুনিক উন্নত মডেল রূপে গড়ে তুলবো-উজ্জ্বল আকন্দ কমলগঞ্জে সত্যেন্দ্র কুমার পাল নান্টু শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত নড়াইলে শিশু সুফিয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ভালুকায় বিভিন্ন দাবিতে কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ শেষ হলো প্রচারণা, রাত পেরোলেই ভোট কক্সবাজার জেলায় ১০ম বারের মতো শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার মহসিন ও শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী সোলায়মান

নওগাঁর পত্নীতলায় পরিযায়ী পাখির গুঞ্জণে মুখরিত কাঞ্চনদীঘি

নওগাঁ প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

নওগাঁর পত্নীতলায় পরিযায়ী পাখির গুঞ্জনে উপজেলার বেশ কিছু এলাকা মুখরিত হয়েছে। শীত কেটে গেলেও পরিযায়ী পাখিদের সমাগম কমেনি। প্রতিদিনই বাড়ছে পরিযায়ী পাখি প্রেমিদের মিলন মেলা। উপজেলার বেশ কিছু এলাকায় পাখি প্রেমিদের অপরূপ দৃশ্য নয়নাভিরাম দৃষ্টি কেড়ে নেয় সবার সকাল না হতেই। মানুষের সাড়া শব্দ পেলেই দল বেঁধে ঝাঁকে-ঝাঁকে পাখি নিরাপদ দূরত্বে উড়ে যায়। আবার কিছুক্ষণ পরেই চলে আসে। দু-ডানা মেলে উড়ে যাওয়ার দৃশ্য মোবাইলফোনের ক্যমারায় ছবি ও ভিডিও ধারণ করছেন অনেকেই। উপজেলার নজিপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামের হযরত জহির উদ্দীন (র.) এর মাজার শরীফ ও কাঞ্চন দীঘি, তদসংলগ্ন আত্রাই নদী ও কাঁটাবাড়ি এলাকার আত্রাই নদী তীরবর্তী এলাকা, দোচাই গ্রাম, নজিপুর পৌর এলাকার হরিরামপুর, দিবর ইউনিয়নের দিবর দীঘি, চাঁন পুকুর মিশন, নির্মইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বটতলী বাজারের কবরস্থান, মাটিন্দর ইউনিয়নের শাশইল দীঘি, আমাইর ইউনিয়নের নান্দাশ এলাকার ঘুখশির বিল, পাটিচরা ইউনিয়নের নাগোর গোলা, ছালিগ্রামসহ এলাকায় বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি অভয়াশ্রম ভেবে আশ্রয় নেয়। শামুখখোল, চখাচখি, পান কৌড়ি, পাতি হাঁস, টিকি হাঁস ও গিরি হাঁস প্রভৃতি পাখির গুঞ্জনে মুখরিত এসব এলাকা। কাঞ্চন গ্রামের বাসিন্দা ও নজিপুর ইউনিয়ন পরিষদ সদস্য পলাশ, আকরাম হোসেন, রিভা আক্তারসহ অনেকেই জানান, প্রতি বছরের মত এবারও অনেক বেশি পরিযায়ী পাখির আগমন ঘটেছে উপজেলার নিরাপদ আশ্রয় এলাকা হিসেবে বিশেষ ভাবে চিহ্নিত কাঞ্চন গ্রামের হযরত জহির উদ্দীন (র.) এর মাজার শরীফ ও কাঞ্চন দীঘি এবং তদসংলগ্ন আত্রাই নদীর দুই পাড়ে। বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর আহ্বায়ক কমিটির সদস্য ও সেচ্ছাসেবী সংগঠন পত্নীতলা উপজেলা জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি শ্রী সুমন কুমার শীল বলেন, আমরা পরিযায়ী পাখি গুলোকে রক্ষায় বিভিন্ন ভাবে প্রচারণার কাজ করে যাচ্ছি। পাখি গুলো সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করার জন্য অত্র এলাকায় যোগাযোগ বৃদ্ধিকল্পে রাজশাহীর বন্য প্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে পরিদর্শনের জন্য জানানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com