বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

শেষ হলো প্রচারণা, রাত পেরোলেই ভোট

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৬ মে, ২০২৪

কালীগঞ্জ উপজেলা নির্বাচন

গাজীপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শেষ হলো ১১ জন প্রার্থীর প্রচারণা। রাত পেরোলেই অনুষ্ঠিত হবে ভোট। ১১ জন প্রার্থীর মধ্যে একজন হচ্ছেন জাতীয় পার্টির আদর্শের। অন্য বাকী ১০ জনই বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শের। বলতে গেলে নিজেদের সাথেই হবে নিজেদের লড়াই। কালীগঞ্জ উপজেলা নির্বাচনে ৩ জন চেয়ারম্যান, ৫ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক। হাবিবুর রহমান হাবিব আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক। অপরপ্রার্থী আমজাদ হোসেন স্বপন মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য। অন্যদিকে, ৫ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন নুরুজ্জামান (মাইক), মোজাম্মেল হক (টিয়া পাখি), এম এ সাদ্দাম হোসাইন রুবেল পালোয়ান (উড়োজাহাজ), আবু জাফর মো. শামসুল হক (তালা) ও মো. ফারুক ভূঁইয়া (চশমা)। এদের মধ্যে তালা প্রতীকে আবু জাফর মো. শামসুল হক ছাড়া সবাই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এদের ৩ জনই আওয়ামী পরিবারের সদস্য। ফুটবল প্রতীকের শর্মিলা রোজারিও বর্তমান পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য। হাঁস প্রতীকের জুয়েনা আহমেদ কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। কলস প্রতীকের শর্মীলি দাস মিলি কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং গাজীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি। সহকারী রিটার্নিং ও কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৯০ ভোট কেন্দ্রের ৫৪৫টি কক্ষে ৮ মে সকাল ৮টা থেকে বিকাল ৪ পর্যন্ত চলবে ভোট গ্রহন। তিনি আরো জানান, উপজেলার ভোট ভোটার ২ লক্ষ ৪৭ হাজার ২০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন, নারী ভোটারের সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৪৩৩ জন ও হিজড়া ভোটার ২ জন। ভোটের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়াও ভোটারদের নিরাপত্তায় মাঠে থাকবে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। পাশাপাশি দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে ভ্রাম্যমান আদালতের বেশ কয়েকটি টিম মাঠে থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com