ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলা-৩ আসনের সাবেক এমপি নূরুন্নবী চৌধুরী শাওন ভোলার লালমোহন উপজেলায় মাহাবুব আলম নামে এক শিক্ষকের সড়ক দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার সকালে উপজেলার কালমা ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে কালমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন হাওলাদার বলেন, পূর্ব চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুব আলম সম্প্রতি ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাকলাইয়ের দোকান এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হসপিটালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন। তবে এই দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে পতিত স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলা-৩ আসনের সাবেক এমপি নূরুন্নবী চৌধুরী শাওন ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন। সম্প্রতি ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হওয়া সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপির একটি অডিও ক্লিপে দাবি করা হয়; শিক্ষক মাহাবুব আলমের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। তাদের এমন বক্তব্য লালমোহন-তজুমদ্দিনের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এছাড়া শিক্ষক মাহাবুব আলমের পরিবারের পক্ষ থেকে তার শ্যালক মো. সুমন ওই অডিও ক্লিপের বক্তব্যে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে নিজের ফেসবুক পোস্টটের মাধ্যমে তিনি দাবি করেন, অডিও ক্লিপটি মিথ্যাচারের অংশ। একইসঙ্গে সাবেক এমপি শাওনের পক্ষ থেকে শিক্ষক মাহাবুবের চিকিৎসা ব্যয় বহণের দাবিটিও মিথ্যা। তার চিকিৎসা খরচ পরিবারের পক্ষ থেকেই বহন করা হচ্ছে। তাই পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের উদ্দেশ্য প্রণোদিত ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপের বক্তব্য কালমা ইউনিয়ন বিএনপি ঘৃণাভরে প্রত্যাখান করার পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, সফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং আহত ওই শিক্ষকের স্বজনরা উপস্থিত ছিলেন।