মৌলভীবাজার জেলার ৫টি উপজেলা ও ৫টি পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ২১ জানুয়ারী সোমবার রাতে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব আব্দুর রহিমের যৌথ স্বাক্ষরে এসব কমিটি অনুমোদন দেয়া হয়। জেলা বিএনপির আহবায়ক কমিটি সূত্রে জানা গেছে- মৌলভীবাজার সদর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও কমলগঞ্জ উপজেলা শাখা এবং মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ, শ্রীমঙ্গল পৌর শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কিছুদিনের মধ্যে শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হবে। মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির ২৫ সদস্যবিশিষ্ট কমিটির আহবায়ক করা হয়েছে বদরুল আলমকে। মৌলভীবাজার পৌর বিএনপির ২১ সদস্যবিশিষ্ট কমিটির আহবায়ক করা হয়েছে সৈয়দ মমশাদ আহমদকে। জুড়ী উপজেলা বিএনপির ২১ সদস্যবিশিষ্ট কমিটির আহবায়ক করা হয়েছে মো. মোস্তাকিম হোসেনকে। কুলাউড়া উপজেলা বিএনপির ২১ সদস্যবিশিষ্ট কমিটির আহবায়ক করা হয়েছে রেদওয়ান খানকে। কুলাউড়া পৌর বিএনপির ২১ সদস্যবিশিষ্ট কমিটির আহবায়ক করা হয়েছে খন্দকার মুহিবুর রহমানকে। শ্রীমঙ্গল পৌর বিএনপির ২১ সদস্যবিশিষ্ট কমিটির আহবায়ক করা হয়েছে মো. শামীম আহমদকে। বড়লেখা উপজেলা বিএনপির ২১ সদস্যবিশিষ্ট কমিটির আহবায়ক করা হয়েছে জয়নাল আবেদীনকে, বড়লেখা পৌর বিএনপির ২১ সদস্যবিশিষ্ট কমিটির আহবায়ক করা হয়েছে মীর মখলিছুর রহমানকে, কমলগঞ্জ উপজেলা বিএনপির ২১ সদস্যবিশিষ্ট কমিটির আহবায়ক করা হয়েছে অলি আহমদ খানকে ও কমলগঞ্জ পৌর শাখার ২১ সদস্যবিশিষ্ট কমিটির আহবায়ক করা হয়েছে সুয়েব আহমদকে। জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন বলেন- দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী যারা বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন, তাঁদেরকে কমিটিতে স্থান দেয়া হয়েছে। এসব কমিটি ২ মাসের মধ্যে সম্মেলন করবে। পৌরসভার সকল ওয়ার্ড কমিটি করবে পৌর কমিটি এবং উপজেলার সকল ইউনিয়ন কমিটি করবে উপজেলা কমিটি। আমরা তৃণমূল পর্যায় থেকে কমিটি করতে চাইছি। শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা কমিটি গঠনের জন্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে এ দুই উপজেলা কমিটি ঘোষণা করা হবে যেকোনো সময়।