সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

জামালপুরে চাঁদাবাজির মামলায় কলেজ অধ্যক্ষ জেল হাজতে

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

জামালপুরে ঝাওলা গোপালপুর কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে দুই বছরের কারাদন্ড ও একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড আদালত। বুধবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক জহিরুল কবির এই রায় প্রদান করেন। মামলার বিবরনে জানা যায়, ঝাওলা গোপালপুর কলেজে শিক্ষক পদন্নতির জন্য অধক্ষ্য মোফাজ্জল হোসেন ওই কলেজের উপধক্ষ্য এবিএম ফরহাদ হোসেনসহ ৩ শিক্ষকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা নেয়। পরে কাজ করে না দেয়ায় ২০০৮ সালে উপধক্ষ্য এবিএম ফরহাদ হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তে অভিযোগ প্রমানিত হলে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে বিজ্ঞ বিচারক জহিরুল কবির এ রায় ঘোষনা করেছেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট জাহিদ আনোয়ার ও এপিপি নুরুল করিম ছোটন এবং বিবাদী পক্ষে আনোয়ারুল করিম শাহজাহান। রায় ঘোষনার পর অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে জেল হাজতে প্রেরণ করেছে। তার বিরুদ্ধে কলেজ ফান্ডের ১২ লাখ ৬২ হাজার ৮শ ৬৭ টাকা আত্বসাৎ এর আরো একটি মামলা আদালতে বিচারধীন রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com