গত বছরের শেষ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। ঢাকাতেই একটি হোটেলে আইসোলোশনে ছিলেন অনেক দিন। সুস্থ হওয়ার পরই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কাতারের বিপক্ষে ডাগ আউটে যোগ দিতে পেরেছিলেন। এবার তো প্রিমিয়ার লিগের খেলাও মাঠে বসে দেখছেন সরাসরি। তাই বাংলাদেশেই করোনার টিকা নিলেন ইংলিশ কোচ। গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে টিকা নিয়েছেন জেমি ডে। তার মতো টিকা নিয়েছেন আরও দুই ইংলিশ কোচও। জেমি ডের পাশাপাশি সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস ও টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলিও টিকা নিয়েছেন।
ডে টিকা নেওয়ার পর বলেছেন, ‘করোনাভাইরাসের টিকার প্রথম ধাপ সম্পন্ন হলো। টিকা নিয়ে আমি ভালো আছি। কোনও সমস্যা হচ্ছে না। যদিও আমি কোভিডে আক্রান্ত হয়েছিলাম। তবে আমি মনে করি সবারই টিকা নেওয়া উচিত।’