বাংলাদেশ এল ডি সি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ৭ মার্চ আনন্দ উদযাপন করেছে বাংলাদেশ পুলিশ, রাজশাহী। গতকাল ৭ মার্চ বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষন দিবসে অনুন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতি সংঘের চুড়ান্ত সুপারিশ পাওয়ায় বাংলাদেশ পুলিশ, রাজশাহী এ আয়োজন করে। এরই অংশ হিসেবে মোহনপুর থানা চত্ত্বরে আয়োজন করে বাংলাদেশ পুলিশ মোহনপুর থানা। অনুষ্ঠানে মোহনপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সালাম, পুলিশের এ এস পি তানিয়া ইসলাম, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শাপলা কালচারাল সেন্টারের শ্রী যাদব চন্দ্র।