আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে নিউজিল্যান্ডকে টপকে শীর্ষে উঠে এসেছে ভারত। দুইয়ে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড। এরমধ্যে বাংলাদেশের অবস্থান আফগানিস্তানেরও নিচে। ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে ৯ম স্থানে এবং ১০ম স্থানে থাকা বাংলাদেশের রেটিং ৫১।
গত শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ৪ টেস্টের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। ইংল্যান্ডকে শেষ টেস্টে হারানোর পর ভারতের সংগৃহীত রেটিং পয়েন্ট ১২২। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের দখলে রয়েছে ১১৮ রেটিং পয়েন্ট। তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের দখলে রয়েছে ১১৩ পয়েন্ট। ভারতের কাছে সিরিজ হারের পর ইংল্যান্ডের সংগ্রহে রয়েছে ১০৫ পয়েন্ট। তারা রয়েছে তালিকার ৪ নম্বরে। পাঁচে পাকিস্তান (৯০), ছয়ে দক্ষিণ আফ্রিকা (৮৯), সাতে শ্রীলঙ্কা (৮৩) ও আটে ওয়েস্ট ইন্ডিজ (৮০)। ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে আফগানিস্তান ও দশম স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট ৫১।