সেই টেস্ট সিরিজ থেকে ভারতের পেছনে লেগে আছেন মাইকেল ভন। টেস্ট সিরিজে পিছিয়ে পড়ে ভারত ধুলো উড়া পিচ বানানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্ট করে ট্রল করেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।
এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ইংল্যান্ড বড় ব্যবধানে জেতার পর ভন টুইট করেছিলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্স টি-টোয়েন্টিতে ভারতের থেকে ভালো দল।’
ভনের সেই টুইট দেখে স্বভাবতই খেপেছিলেন ভারতীয় সমর্থকরা। টুইটের জবাবে ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর পাল্টা খোঁচা দিয়েছিলেন, ‘সব দলের সৌভাগ্য হয় না ৪ জন বিদেশি নিয়ে খেলার।’
এরপর দুই ম্যাচ চুপ দুজনই। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। বৃহস্পতিবার চতুর্থ টি-টোয়েন্টিতে উত্তেজনাকর এক লড়াইয়ে ভারত ফের হারিয়ে দিয়েছে ইংলিশদের, সিরিজে ফিরিয়েছে ২-২ সমতা।
এই হারটা বোধ হয় হজম হয়নি ভনের। ভারতের জয় নিয়ে কটাক্ষ করে টুইট করেছেন। আবারও টেনে এনেছেন সেই মুম্বাই ইন্ডিয়ান্সকে। ভন লিখেছেন, ‘একবার চিন্তা করুন…সূর্যকুমার মুম্বাই ইন্ডিয়ান…হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান…রোহিত শর্মার নেতৃত্ব মুম্বাই ইন্ডিয়ান…পুরো মুম্বাই দল। বললাম আর কী!’
ভন ইঙ্গিত করেছেন, সিরিজের চতুর্থ টি-টোয়েন্টির জয়টা আসলে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়দের কাঁধে চড়েই। সূর্যকুমার খেলেন ৩১ বলে ৫৭ রানের ম্যাচসেরা ইনিংস, হার্দিক পান্ডিয়া ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় নেন ২ উইকেট। আর বিরাট কোহলি চোট পেয়ে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মাঠ থেকে বের হয়ে যাওয়ার পর রোহিতই দিয়েছেন নেতৃত্ব।
ভন তাদের প্রসঙ্গ টেনে আবারও সেই কথাই সবাইকে বোঝাতে চাইলেন, ভারতীয় দলটা দাঁড়িয়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্সে ভর করে। মুম্বাই ইন্ডিয়ান্স আসলেই তবে ভারতের থেকে ভালো দল!
ইংল্যান্ডের সাবেক অধিনায়কের এমন কটাক্ষে আরও একবার মুখ খুলেছেন ওয়াসিম জাফর। জবাব দিয়েছেন দারুণ বুদ্ধিমত্তায়, তাতে বরং ভন ও তার দল ইংল্যান্ডেরই মান-সম্মান নিয়ে টানাটানি! বলা যায়, ভারতের জয় নিয়ে কটাক্ষ করতে গিয়ে উল্টো ধরা খেয়ে গেছেন ভন।
ওয়াসিম জাফর ভনের টুইটের জবাবে লিখেছেন, ‘যখন আপনি বলছেন, আপনার দল কোনো জাতীয় দলের কাছে হারেনি, হেরেছে ফ্র্যাঞ্চাইজি দলের কাছে। আপনি তো তাতে প্রতিপক্ষকে ট্রল করছেন না, ট্রল করছেন নিজের দলকেই। সবাইকে শুভরাত্রি।’