বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
রৌমারীতে ৩৫ বিজিবি’র সচেতনতামূলক মতবিনিময় সভা দুপচাঁচিয়া পদোন্নতি প্রাপ্ত ইউএনও’র বিদায় সংবর্ধনা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ নাটোরের বড়াইগ্রামে ভুতুড়ে কৃষি মেলা, লক্ষ টাকা গচ্চা! কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬০তম সভা শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি লীড ব্যাংক হিসেবে পটুয়াখালী জেলায় স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ আয়োজন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা সনাতন ও প্রচলিত গ্রেডিং এর সাথে ২০০১, ২০০২ ও ২০০৩ সালের ফলাফল বৈষম্য নিরসন জরুরী ইসরাইল ধ্বংস করেছে গাজার শিক্ষা ব্যবস্থা : মালালা নির্বাচন আয়োজনে ইসিকে সহযোগিতায় ইউএনডিপির মূল্যায়ন শুরু নড়াইলে জনপ্রিয়তা পাচ্ছে রিলে পদ্ধতিতে সরিষা চাষ

নগরকান্দায় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ক্রিকেট টুর্ণামেন্টে এএইচএম কামরুজ্জামান একাদশ চ্যাম্পিয়ন

নগরকান্দা প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

ফরিদপুরের নগরকান্দায়  স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ক্রিকেট টুর্ণামেটে এএইচএম কামরুজ্জামান ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মঙ্গলবার হেলিপ্যাড মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোহাম্মাদ সুমিনুর রহমান,  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ সেলিম রেজা বিপ্লব, ভাইস চেয়ারম্যান শেখ চুন্নু,  দৈনিক খোলাচোখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুব আহাদ, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি বোরহান আনিস, সহ- সভাপতি বেলায়েত হোসেন লিটন, উপজেলা যুবলীগের সম্পাদক মঈদুল ইসলাম লিখন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আল আমিন বাবু, সম্পাদক কামরুজ্জামান কামরান, সাংবাদিক লিয়াকত হোসেন, মিজানুর রহমান, মিজানুর রহমান মোল্যা, শপিকুল খান জনি প্রমুখ। টসে জিতে ক্যাপ্টেন অবঃ মুনসুর আলী ক্রিকেট একাদশের অধিনায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু প্রতিপক্ষ দলের অধিনায়ক সহকারী কমিশনার (ভূমি) আহসান মোহাম্মদ রাসেলকে  ব্যাটিংয়ের আমন্ত্রণ  জানায়। প্রথমে  ব্যাটিংয়ের নেমে এএইচএম কামরুজ্জামান একদশ নির্ধারিত ১২ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান করে। দলের পক্ষে সিয়াম করেন ৭০ রান। সবুজ ২০ রান দিয়ে নেয় ৩ উইকেট। জবাবে জয়ের জন্য  ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ক্যাপ্টেন অবঃ মুনসুর আলী একাদশ নির্ধারিত  ১২ ওভার শেষে ১৩৪ রান করলে ১৪ রানে পরাজয় মেনে নেয় ক্যাপ্টেন অবঃ মুনসুর আলী একাদশ। দলের পক্ষে  সর্বোচ্চ ৩৪ রান করে বিষ্ণু। মেহেদী নেয় ৪ উইকেট। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় সিয়াম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com