গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এগারটি ইউনিয়নের অসহায় ভূমিহীন বাছাই করার লক্ষ্যে সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব ও নির্বাহী অফিসার নবীনেওয়াজের যৌথ উদ্যোগে সরেজমিনে প্রকৃত ভুমিহীন বাছাইকরণ করা হয়। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার অসহায় হতদরিদ্র ভূমিহীন পাবে পাকাঘর, এমন প্রতিপাদ্য সামনে রেখে ০৫-০৪-২০২১ সোমবার সকাল ১১ঘটিকা হতে বিকাল পর্যন্ত জামালপুর ইউনিয়নের বিভিন্ন ওজোপাড়া গায়ে ঘুরে ঘুরে পাওয়ার যোগ্য এমন ভুমিহীনদের বাছাই করন করেন। জামালপুর ইউনিয়নের কন্দর্প মনোহরপুর গ্রামে ২২শতাংশ খাস জমিতে পাকাঘর উৎপন্ন করে বিতরণের জন্য জায়গা পরিদর্শন ও ১০/১১জন ভুমিহীন চুড়ান্ত করেন। এছাড়াও বড় জামালপুর গ্রামে ৭জন ভুমিহীনকে পাকাঘর দেওয়ার জন্য বাছাইকরন করেন। এসময় উপস্থিত ছিলেন জামালপুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল, বাংলাদেশ আওয়ামী লীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সহ সভাপতি খন্দকার জিল্লুর রহমান, সাদুল্লাপুর উপজেলা শাখার সহ -সভাপতি ও সহকারী অধ্যাপক আব্দুল জলিল, সাদুল্লাপুর উপজেলার সিও আব্দুল বারী প্রমুখ। এসময় পাকাঘর পাওয়ার প্রতিশ্রুতি পেয়ে ভুমিহীনরা আনন্দে বিমোহিত হয়ে ওঠে এবং প্রধানমন্ত্রীর জন্য আশীর্বাদ করেন।