কঠোর লক ডাউনকে সামনে রেখে নাটোর শহরে ট্রাফিক জাম ও বাজারে মানুষের উপচে পড়া ভীড় শুরু হয়েছে। গতকাল রবিবার থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। লকডাউনে শুধুমাত্র বাস ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া সিএনজি, ব্যাটারী চালিত থ্রি হুইলার, ভ্যান এবং রিক্সা চলাচল অন্যান্য দিনের মতই স্বাভাবিক রয়েছে। এসব যানবাহনের এবং মানুষের ভীড়ে শহরের রাস্তাগুলোতে চলাফেরা বেশ কঠিন হয়ে উঠেছে। করোনা সংক্রমণ বিপজ্জনক পর্যায়ে যাওয়ার পরেও স্বাস্থ্যবিধি মানতে চাচ্ছেন না অধিকাংশ মানুষ। অনেকেই মাস্ক ছাড়াই স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। বিপনী বিতানগুলোতেও ক্রেতা বিক্রেতাদের অধিকাংশই মানছেন না কোন সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি। বাজারে আসা মানুষগুলো বলছেন কঠোরভাবে লকডাউন দিলে বাজারে আসা যাবে না। এছাড়া সামনে রোজা শুরু হবে। তাই প্রয়োজনীয় বাজার করতেই তারা বাজারে এসেছেন। গ্রাম থেকে শহরে অতিরিক্ত মানুষের যাতায়াতের কারণে বেড়েছে যানজট। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকেও কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।