শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

দিনাজপুরের ঘোড়াঘাটে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

রাফছানজানী শুভ ঘোড়াঘাট (দিনাজপুর) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

সারাদেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে ৮ দিনে সর্বাতœক লকডাউন শুরু হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হওয়া বিধি-নিষেধ আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে এবং লকডাউনের ৮ দিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। লকডাউন ৮ম দিনে সকাল ১১:০০ ঘটিকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। মালবাহী ট্রাক গুলো চলেও গণপরিবহন বন্ধ রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে উপজেলার বাজার গুলোতে উপচে পড়া মানুষের ভিড় দেখা গেলে কঠোর অবস্থানে আসে ঘোড়াঘাট উপজেলা প্রাশাসন। দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দেখা যায়, রিক্সা, ভ্যান, ইজিবাইক, সিএনজি, ট্রাকের উপরে উঠে তাদের গন্তব্য স্থানে আসছেন। উপজেলা কোথাও কোথাও সীমিত পরিসরে দোকান-পাট খোলা থাকলেও প্রশাসনের উপস্থিতি দেখে সে গুলো বন্ধ হয়ে যায় এবং নানা অযুহাতে ঘরে থেকে বের হচ্ছে সাধারণ মানুষ। কঠোর বিধি নিষেধ আরোপ করায় আগের লক ডাউনের তুলনায় এবার তুলনামূলক ভাবে এবার বেশ নিয়ন্ত্রণে আছে লক ডাউন পরিস্থিতি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১টি ট্রাকটরের ড্রাইভার ও হেল্পারের মাস্ক না পরার দায়ে এক হাজার টাকা জরিমানা করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাফিউল আলম। এসময় ঘোড়াঘাট থানা অফিসার ইনর্চাজ(ওসি) আজিম উদ্দিন ও তদন্ত (ওসি) মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com