দিনাজপুরের ঘোড়াঘাটে বৃদ্ধা হালিমা বেগম(৯৫) বছর বয়সী স্বপ্নের হুইল চেয়ারের ইচ্ছে পূরণ করলেন ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন। (১৫ এপ্রিল) সকালে বৃদ্ধার বাসায় গিয়ে হুইল চেয়ার উপহার দেন। বৃদ্ধা হালিমা বেগম ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের দামোদারপুর সৌলা গ্রামের মৃত-রজ্জব আলীর দ্বিতীয় স্ত্রী। নিজ গর্ভের কোন সন্তান না থাকলেও সতীনের দুই ছেলে মেয়েকে জন্মের পর থেকেই লালন পালন করেন হালিমা বেগম। নিজের নামে থাকা অর্থ-সম্পদ ও জমি-জমা সবই লিখে দিয়েছেন তাদের নামে। গত (২৭ মার্চ) শনিবার রাতে রাস্তায় ফেলে রেখে যায় বৃদ্ধা হালিমা বেগম কে। বিষয়টি ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি)আজিম উদ্দিনকে ফোনে জানানো হলে, দ্রুত (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে অনুমানিক রাত সাড়ে ৩ টার দিকে এএসআই সারোয়ার জাহান ও তার সঙ্গীয়ফোর্স সহ দ্রুত বৃদ্ধা হালিমা কে রাস্তা থেকে উদ্ধার করে (ওসি) আজিম উদ্দিন সহ ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য-কমপেক্স ভর্তি করিয়ে দেন। এ সময় (ওসি) আজিম উদ্দিন বৃদ্ধা কে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রতি দেন। বৃদ্ধা হালিমা বেগমের অসহায়ত্বের কথা শুনে সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর -৬ আসনের সংসদ শিবলী সাদিক এমপি বৃদ্ধা হালিমা বেগম কে নগদ অর্থ প্রদান করেন ও তাকে একটি সরকারি ঘর করে দেবেন বলে আশ্বাস্থ করেন এবং উপজেলা নিবার্হী কর্মকর্তা রাফিউল আলম দুই বস্তা শুকনা খাবার ও বয়স্ক ভাতা কার্ড প্রদান করেন। এ ছাড়াও ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন একটি হুইল চেয়ার উপহার দিয়েছেন এবং ৩ নং সিংড়া ইউপি চেয়ারম্যান প্রতি মাসে ২০ কেজি করে চাল দিবেন বলে প্রতিশ্রতি দেন। এসময় (ওসি) আজিম উদ্দিন বলেন, পৃথিবীতে কেউ কিছু নিয়ে আসেনা আর নিয়েও যাবেনা। তাই আসুন আমাদের সমাজে যারা অবহেলিত অসহায় মানুষগুলা আছেন যার যার অবস্থান থেকে তাদের পাশে গিয়ে দাড়াই। এসময় উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা রাফিউল আলম, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আওয়াল সহ অনেকে উপস্থিত ছিলেন।