গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনে বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগের সিনিয়র সভাপতি শেখ কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। আলোচনা সভায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রতন কুমার মিত্র, প্রচার সম্পাদক গাজী আব্দুল জলিল, কৃষক লীগ নেতা প্রমানন্দ হালদার, পীতিষ কান্তি রায় বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে পথচারী ও ভ্যান চালকদের মাঝে মাস্ক বিতরণ করা। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কৃষক লীগ নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন কেেরন।