সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষকলীগের ৪৯ তম কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী আনুষ্ঠানিক ভাবে পালিত হয়েছে। সেই সাথে উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে মহামারি করোনো ভাইরাস প্রতিরোধে আগত নেতাকর্মী, সাংবাদিক, সুধিজনদের মাঝে বিনামূল্য মাস্ক বিতরন করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় রায়গঞ্জ উপজেলা কৃষকলীগের আয়োজনে অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম বাচ্চুর পরিচালনায় উপজেলা কৃষকলীগের সভাপতি মো: জিয়াউদ্দিন বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রায়গঞ্জ-তাড়াশ আসনের এমপি অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আ:লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: ইমরুল হোসেন তালুকদা ইমন, উপজেলা আ:লীগের সাধারন সম্পাদক আব্দুল কালাম আজাদ ?দয়, উপজেলা মহিলা আ:লীগের সভানেত্রি নিলা হক লুৎফা, সম্পাদিকা ফুয়ারা খাতুন ও উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রি হালিমা বেগম প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার ৯টি ইউনিয়নের কৃষকলীগের ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সম্পাদক সহ নেতাকর্মী বৃন্দ।