রংপুরের পীরগাছা উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বোরো আটাইশ ধানের কটাই মাড়াই শুরু হয়েছে। অনেক পরিবারে অগ্রীম ধান কাটাইম মাড়াই শুরু হওয়ার কারনে শুরু করেছেন উৎসবের আমেজ। মৌসুমের শুরুতেই প্রকৃতি বৈরী হয়ে উঠায় আশা-নিরাশার মধ্য দিয়ে নেত্রকোনায় বোরো কাটা শুরু হয়েছে। এক অজানা আশঙ্কা কৃষক-কৃষাণীদের তাড়া করে ফিরছে। তাই নাওয়া-খাওয়ার কথা ভুলে ফসলের মাঠে দিনরাত অবিরত কাজ করছেন তারা। উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা মোঃ শামিমুর রহমান বলেন, মাঠ পর্যায়ের আমাদের কৃষি উপসহকারীরা কৃষকদের সময়মতো সঠিক পরামর্শ দেয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রকৃতিক দুর্যোগের পরেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন আমাদের লক্ষ্য মাত্রা ছিল ১৭ হাজার ৫০০ হেক্টর আমাদের অর্জন হয়েছে ১৭ হাজার পাঁচ শত বিশ হেক্টর ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন বরেন, মহামারী করোনা সঙ্কটকালে কৃষকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে ধান কাটার পরামর্শ দেওয়া হয়েছে। আগাম ধান কাটাই মাড়াই শুরু হওয়ার কারনে কৃষকদের গোলায় নতুন ধান উঠবে।