সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

মনোহরদীতে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমে ক্রেতাদের সাড়া

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমে মিলছে ক্রেতাদের ব্যাপক সাড়া। “দেশব্যাপী করোনা (কভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণে চলছে ভ্রাম্যমাণ গাড়ীতে দুধ, ডিম ও মাংস বিক্রয়”। উপজেলা প্রাণীসম্পদ অফিসের তদারকিতে এ বিক্রয় কার্যক্রমের আয়োজন করা হয়। উদ্দেশ্য খামারিদের উৎপাদিত পণ্য করোনাকালীন লকডাউনের সময় ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া। জেলা প্রাণীসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশন (বিপিএফএ) বাস্তবায়নে এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় বিক্রয় কার্যক্রমের আয়োজন করেন উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাশেম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী ও উপজেলা প্রাণীসম্পদ অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে গত ১২ এপ্রিল উপজেলা পরিষদ চত্বরে বিক্রয় কার্যক্রমটি উদ্বোধন করেন। করোনাকালীন জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ও খামারিদের সহযোগিতার জন্য এই প্রকল্প হাতে নেয়া হয়। যেসব খামারি করোনাকালীন লকডাউনের কারণে দুধ, ডিম ও মাংস বিক্রি করার জন্য ঘরের বাইরে যেতে পারছেন না তাদের কাছ থেকে ডিম, দুধ ও মাংস সংগ্রহ করে প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে সাধারণ ক্রেতাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে। উপজেলা প্রাণীসম্পদ অফিস সূত্রে জানা যায়, উপজেলায় সকল ইউনিয়নে ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে এ বিক্রয় কার্যক্রম ১২ এপ্রিল হতে প্রতিদিন সকাল ১১:০০ টা থেকে বিকেল ৩:০০টা পর্যন্ত চলমান রয়েছে। যা ঈদুল ফিতর পর্যন্ত চলবে। এতে ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া মিলছে। কার্যক্রমটি নিয়মিত মনিটরিং করছেন, মনোহরদী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জাহিন সাকিল ভূঞা, প্রাণীসম্পদ মাঠ সহকারী মো: আব্দুর রউফ ও এলএসপিবৃন্দ। মনোহরদী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম বলেন, মহামারি করোনা ভাইরাসের কাছে আমরা আসলে অসহায়। এ মুহুর্তে মানুষের দরকার রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করা। এজন্য প্রয়োজন দুধ, মাংস ও ডিম। এ তিনটি প্রাণীজাত পণ্য যাতে জনগণের দোরগোড়ায় পৌঁছায় এবং খামারিরা তাদের পণ্য ন্যায্যমূল্যে বাজারে বিক্রি করতে পারে সেজন্য সরকারি নির্দেশনায় আমাদের এ প্রয়াস। প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে বাজার দামের চেয়ে কম। ক্রেতা সাধারণ এসব পণ্য কিনে লাভবান হচ্ছেন ও ব্যাপক সাড়া মিলছে উপজেলায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com