রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন

করোনায় মারা গেলেন বিসিবির আইটি কর্মকর্তা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আইটি বিভাগের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বোর্ড। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানায় তারা। করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বেলাল। গত বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। দুই দশক ধরে বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন বেলাল। ২০০১ সালের ফেব্রুয়ারিতে আইটি বিভাগে যোগ দেন।

তার মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এক শোক বার্তায় বলেছেন, ‘বেলাল ছিলেন প্রত্যুৎপন্নমতি, অধ্যাবসায়ী ও আন্তরিক একজন মানুষ, যিনি বোর্ডের আইটি সম্পর্কিত বিষয়গুলো একনিষ্ঠতার সঙ্গে দেখে গেছেন। কাজের প্রতি তার একাগ্রতা ও বিনয়ী মনোভাবের কারণে তাকে সবসময় মনে রাখবে বিসিবি। এই শোকের সময়ে তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং তার জন্য দোয়া করি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com