বরিশালের আগৈলঝাড়ার কৃতি সন্তান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, একাধিক সরকারের সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্যপন্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জানা গেছে, সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের পরিবারের পক্ষ থেকে শনিবার সকালে উপজেলার গৈলা ইউনিয়ন এর উত্তর শিহিপাশা গ্রামের নিজ বাড়িতে, দুঃস্থ ও কর্মহীন তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্রপন্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাবু সুনীল কুমার গুপ্ত স্মৃতি সংসদের সাধারন সম্পাদক, বরিশাল জেলা উত্তর বিএনপি’র যুগ্ন-সম্পাদক, উপজেলা বিএনপি’নেতা ও গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের ছোট ছেলে ঢাকা মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র ও যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও অবিভক্ত ঢাকা মহানগরের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র ও যুব ফ্রন্টের আহবায়ক সঞ্জয় কুমার গুপ্ত, বিএনপি নেতা আশ্রাফুল আলম বিপুল, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র ও যুব ফ্রন্টের বরিশাল জেলা কমিটির সদস্য সচিব উজ্জল রাহা, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব মাসুদ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হেমায়েত তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক হামিদুল ইসলাম মহিদুল, যুগ্ন-আহবায়ক মোয়াজ্জেম হাওলাদার, নাইম মিয়া, স্থানীয় ও নতুন আলো যুবসংঘের উপদেষ্টা মোল্লা আজিজুল হক, হারুন অর রশিদ মোল্লা, কাজী সেলিম, কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান ও স্থানীয় সাংবাদিক বৃন্দ। এর আগে মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধর্মীয় আলোচনা ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন করছেন সর্বস্তরের জনগণ, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি জাতীয় পার্টির নেতা ও সাংবাদিক সরদার হারুন রানা, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল মৃধা, ইদ্রিস খান, সাবেক ছাত্র নেতা ও সাংবাদিক জিএম বাহার, আগৈলঝাড়া যুব সংঘের সভাপতি সাংবাদিক মঞ্জুর আলম লিটন প্রমূখ।