ফরিদপুরের নগরকান্দায় ৯০ বছরের এক বৃদ্ধা মাকে পরিত্যক্ত গোয়াল ঘরে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে সরকারী অবসর প্রাপ্ত কর্মকর্তা একমাত্র ছেলের বিরুদ্ধে। ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ১নং ওয়ার্ডের করপাড়া এলাকার রমেন মন্ডল তার বৃদ্ধা মা রাজেশ্বরী মন্ডল(৯০)কে একটি পরিত্যক্ত ঘরে তালাবদ্ধ অবস্থায় আটকে রাখছেন দীর্ঘদিন যাবত। রমেন মন্ডল উপ সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত থেকে সম্প্রতি অবসরে আছেন। গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখাগেছে, একটি পরিত্যক্ত তালাবদ্ধ ঘরে জরাজীর্ণ অবস্থায় তাকে রাখা হয়েছে। তালা খুলে দেখাগেছে বৃদ্ধা মা ময়লা আবর্জনার ভিতর তীব্র গরমে কাতরাচ্ছে। ঘরের মধ্যে কোন ফ্যান নেই, না পাচ্ছে ঠিকমতো খাবার, না পাচ্ছে একটু পানি। একমাত্র ছেলে ও ছেলের স্ত্রী আরাম আয়াসে আলিশান ঘরে থাকলেও সেই ঘরে জায়গা হয়নি গর্ভধারিনী বৃদ্ধা মায়ের। দরজার তালা খোলা মাত্রই উপস্থিত সকলকে দেখেই হাউমাও করে কেঁদে উঠেন ঐ বৃদ্ধা। পরে তাকে উদ্ধার করে ছেলের ঘরে নিয়ে ফ্যানের নীচে বসালে তিনি স্বস্থির নিঃশ্বাস ফেলেন। এ ব্যাপারে ছেলে রমেন মন্ডল ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, দরজা খোলা থাকলে বিভিন্ন দিকে চলে যায়। তাই আমি তাকে আটকিয়ে রাখি। আমার ভুল হয়েছে। আমি না বুঝে অনেক বড় ভুল করেছি। এদিকে জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু রমেনের বাড়ীতে তার বৃদ্ধা মায়ের জন্য খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সুমিনুর রহমান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ সেলিম রেজা বিপ্লব । উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন রমেন তার ভূল স্বীকার করেছেন। আর কোন দিন এরকম হবেনা বলে রমেন জানান, বৃদ্ধার জন্য বড় ঘরে খাটের ব্যাবস্থা করে এসেছি।