মেয়র আতিক বললেন
আগামী বছরের মধ্যে ট্যাক্স অটোমেশন চালু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ফলে ঘরে বসেই দেয়া যাবে বাসাবাড়ির ট্যাক্স। গতকাল (বৃহস্পতিবার) বেলা ১টা নাগাদ ডিএনসিসি নগর ভবনে ‘স্মার্ট সিটি ইনিশিয়েটিভস’ নামে বরি আজিয়াটা লিমিটেডের সঙ্গে এক সমঝোতা স্মারক সার অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
এসময় মেয়র বলেন, আগামী বছর থেকে ঘরে বসে অনলাইনে ট্যাক্স দেয়া যাবে। আমরা ইতোমধ্যেই ট্যাক্স অটোমেশন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ফলে এখন আর কর্পোরেশনের ট্যাক্স অফিসারের সাথে কোনো কথা বলার দরকার হবে না। আর কথা যত কম হবে ট্যাক্স তত বেশি পাওয়া যাবে। কারণ তখন প্রযুক্তির মাধ্যমে সব হিসাব হয়ে যাবে।
স্মার্ট সিটি গড়ার প্রসঙ্গে মেয়র বলেন, ঢাকা একটি অপরিকল্পিত নগরী। এটিকে পরিকল্পিত করার উদ্যোগ নেয়া হয়েছে। তবে সেটি একটি অত্যন্ত দুরূহ কাজ। সনাতনী পদ্ধতিতে এই শহরকে ঠিক করা যাবে না। এটা আধুনিক উপায়ে করতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে রবি এগিয়ে এসেছে। অন্য টেলিকম কোম্পানিগুলোকেও আমি আহ্বান জানাচ্ছি এগিয়ে আসার জন্য। এই শহরকে স্মার্ট করতে আমরা ‘সবার ঢাকা’ অ্যাপস চালু করেছি। জনগণ ঘরে বসে এই অ্যাপসের মাধ্যমে সমস্যা জানাচ্ছে। আগে কোথাও ম্যানহোলের ঢাকনা না থাকলে টিভি বা পত্রপত্রিকার খবর দেখে সেটা জানতে হতো। এখন মানুষ নিজেই এই অ্যাপসের মাধ্যমে জানাচ্ছে।
স্মার্ট সিটি গড়ার ক্ষেত্রে নজরদারি কতটা থাকবে উপস্থিত সাংবাদিকদের এমন প্রশ্নে মেয়র আতিকুল বলেন, স্মার্ট সিটি ঢাকা গড়ার উদ্যোগ ঢাকা উত্তর সিটির সকল কর্মকর্তাকে একটি জবাবদিহির মধ্যে নিয়ে এসেছে। এই শহরকে আরো উন্নত করতে কিছু নির্দিষ্ট স্থানে ক্যামেরা লাগাবো হবে। তবে সেটা গোপনে। কেউ খালে ময়লা ফেললে বা দূষণ করলে এতে ধরা পরবে। এই ক্যামেরাগুলো নজরদারির জন্যও লোক থাকবে।
জলাবদ্ধতার প্রসঙ্গে মেয়র বলেন, আমরা ইতোমধ্যেই মঙ্গলবারের জলাবদ্ধতার কারণ হিসেবে ১০৩টি জায়গা চিহ্নিত করেছি। এক সপ্তাহের মধ্যে এর সমাধান করা হবে।
স্মার্ট সিটি গড়ার লক্ষ্যে রবি আজিয়াটার সঙ্গে পাঁচ বছরের একটি সমঝোতা স্মারক চুক্তিতে সার করেছে ঢাকা উত্তর সিটি। এই চুক্তি অনুসারে ডিএনসিসি এলাকার যানজট, বায়ু দূষণ, শব্দ দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা, ই-এটেন্ডেন্স এবং ই-পার্কিংয়ের ক্ষেত্রে সেন্সর লাগানো হবে। ফলে মানুষ বুঝতে পারবে কোন এলাকায় যানজট, দূষণ বেশি। এছাড়াও এই সেন্সর সঠিক সময়ে সন্তান স্কুলে পৌঁছেছে কি না সেই তথ্য পিতামাতার কাছে জানান দিবে।
সমঝোতা স্মারক চুক্তিতে স্বাক্ষর করেন ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম এবং বরি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ। এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমানসহ বরি এবং ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।