‘সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ’ এ স্লোগানকে সামনে নিয়ে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) বগুড়া অঞ্চলের দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নাট্য ও সংগীত বিষয়ক এই কর্মশালা গত রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বগুড়ার একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাটের প্রায় অর্ধশত শিল্পী, কলাকুশলী, নির্দেশক ও পরিচালকের অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এছাড়া এসব অঞ্চলে অবস্থিত সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ, সম্মেলন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, মাহি শিল্পীগোষ্ঠী, উদ্ভাবন শিল্পীগোষ্ঠী, ব্যাতিক্রম সাংস্কৃতিক সংসদ ও যমুনা শিল্পীগোষ্ঠী অংশগ্রহণ করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের নির্বাহী পরিচালক মামুন হুসাইন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক ও নাট্যকার মোস্তফা রুহুল কুদ্দুস, বিশিষ্ট শিল্পী, সুরকার মাহফুজ মামুন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বয়ের চেয়ারম্যান মেহেদী হাসান, সসাসের অইটি সম্পাদক রাশেদুল ইসলাম, শফি আলম সজিব, ফিরোজ আহমেদ, রফিকুল ইসলাম, আমিনুল এহসান আমান, ইমরান হুসাইন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমন্বয় পরিচালক মুরছালিন সরকার। বিজ্ঞপ্তি।