জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আন্তোনিও গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে জাতিসঙ্ঘের মহাসচিব হিসেবে নির্বাচিত করতে সুপারিশ করেছে। তিনি ২০২৭ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। ২০২২ সালের জানুয়ারি থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য তাকে মহাসচিব হিসেবে নিয়োগ দিতে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদকে সুপারিশও করা হয়েছে। এক বিবৃতিতে আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমার ওপর আস্থা রাখায় নিরাপত্তা পরিষদের কাছে আমি কৃতজ্ঞ। সাধারণ পরিষদ দ্বিতীয় মেয়াদে আমার ওপর আস্থা রাখলে আমি বিনীত হব।’ ৭২ বছর বয়সী গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থার প্রধান ছিলেন ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত। তিনি ২০১৭ সালে বান কি মুনের পর জাতিসঙ্ঘের মহাসচিব পদে নির্বাচিত হন। সূত্র : নিউইয়র্ক টাইমস