সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে পারিবারিক ভাবে লুঠপাট করেছে-হাফিজ ইব্রাহিম শ্রেষ্ঠ গাইড হিসেবে পুরস্কার পেলেন মাইলস্টোন কলেজের ছাত্রী মেহজাদ আকবর এসবিএসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত দৌলতখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

ঢাকা শহরের জলাবদ্ধতা দূর হবে কবে?

শাহজাহান সাজু:
  • আপডেট সময় রবিবার, ১৩ জুন, ২০২১

ঢাকা শহরের জলাবদ্ধতা দীর্ঘ দিনের। প্রত্যেক বর্ষা মৌসুমেই জলজটে নাকাল হতে হয় নগরবাসীকে। কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে যায় পুরো শহরের রাস্তাঘাট। তখন আলোচনায় আসে ঢাকার জলাবদ্ধতার কারণ ও নিরসনের উপায়। জলাবদ্ধতা থেকে দ্রুতই মুক্তি মিলবে বলে প্রতি বছর আশ্বস্ত করা হয় দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে। কিন্তু বাস্তব কাজের অগ্রগতি নিয়ে সংশয় রয়েছে সাধারণ মানুষের মনে। ঢাকায় এখনো কাগজে কলমে ২৭টি খাল আছে। বৃষ্টির পানি দ্রুত সরানোর ব্যবস্থা না থাকলে সেটা জমবেই। এই দায়িত্ব নিয়েও আছে নানা টানা হেঁচড়া। ওয়াসা এর দায়িত্ব দিতে চায় দুই সিটিকে। খাল ছাড়াও এই বৃষ্টির পানি সরাতে আছে দুই হাজার ৫০০ কি.মি. খোলা ড্রেন এবং চার হাজার কি.মি. ভূগর্ভস্থ ড্রেন। কিন্ত এসব ড্রেন পরিস্কার থাকে না। ৪০ ভাগেরও বেশি ময়লা জমে থাকে। আর ঢাকায় প্রতিদিন ১৫ লাখ ঘনমিটার বর্জ্য উৎপাদিত হয়৷ যার বড় একটি অংশ এইসব ড্রেনে যায়। রাজধানীতে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৬ জুন। সেদিন ঘণ্টায় ১১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ঢাকা ওয়াসা বলছে, রাজধানীতে বর্তমানে যে ড্রেন রয়েছে, সেগুলো ঘণ্টায় সর্বোচ্চ ৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পানি নির্গমনের ক্ষমতা রাখে। ফলে এর বেশি বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই তৈরি হয় জলাবদ্ধতা ও জলজট। যদিও নগরবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, কেবল পানি নিষ্কাশন ব্যবস্থায় উন্নতি করলেই ঢাকার এ সমস্যার সমাধান হবে না। এর জন্য বাড়াতে হবে সবুজ ভূমি, জলাশয় ও নি¤œভূমি।
গত বছর ফেব্রুয়ারিতে শপথ নেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র। শুরু থেকেই জলাবদ্ধতাসহ নাগরিক সমস্যা দূর করতে মাঠে সরব হন তারা। দুই মেয়রই খাল ও কালভার্ট পরিচ্ছন্ন করার অভিযানে নামেন। সে সময় তারা ঘোষণা দেন যে এ বছর জলাবদ্ধতামুক্ত ঢাকার দেখা পাবে নগরবাসী। কিন্তু ১ ও ৬ জুনের প্রবল বৃষ্টিপাতের পর রাজধানীর জলাবদ্ধতার চিরচেনা রূপ হতাশ করেছে নগরবাসীকে।
আবহাওয়া অফিস জানিয়েছে, জুন ও জুলাইয়ে সারা দেশসহ রাজধানীতে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হয়। জুনে সাধারণত ১৩৪ মিলিমিটার ও জুলাইয়ে ১১৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। এছাড়া এপ্রিলে ১০৪ ও মে মাসে ১০৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়।
নগরবিদ ইকবাল হাবিব বলেন, বৃষ্টির পানি তিনভাবে নিষ্কাশিত হয়। এর মধ্যে মাটি কিছু পানি শোষণ করে নেয়। কিছু পানি জলাশয় ও নিচু ভূমিতে গিয়ে জমা হয়। আর বড় একটা অংশ ড্রেন হয়ে খাল ও নদীতে গিয়ে মেশে। ঢাকায় না আছে পর্যাপ্ত জলাশয়, না আছে শোষণক্ষম পর্যাপ্ত ভূমি। ফলে অল্প বৃষ্টিতেও নগরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তবে দুই মেয়র খাল ও নর্দমা পরিচ্ছন্ন করার ফলে অন্যান্য বছরের তুলনায় এ বছর জলাবদ্ধতা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না।
তবে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পর্যাপ্ত জলাশয় ও শোষণক্ষম ভূমির সমস্যার সমাধান না করে রাজধানীবাসীকে কখনই জলাবদ্ধতা থেকে মুক্ত করা সম্ভব নয়। ড্রেন ও খাল শতভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হলেও জলাবদ্ধতা থেকেই যাবে। কারণ এসব ড্রেন ও খালের একটি নির্দিষ্ট ধারণক্ষমতা রয়েছে। জলাবদ্ধতার জন্য মূলত অপরিকল্পিত নগরায়ণকেই দুষলেন এ কর্মকর্তা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানীতে আশঙ্কাজনক হারে শোষণক্ষম ভূমি কমছে। ১৯৯৯ সালে ঢাকায় কংক্রিট আচ্ছাদিত ভূমির পরিমাণ ছিল প্রায় ৬৫ শতাংশ। ২০১৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮২ শতাংশে। অর্থাৎ ২০ বছরের ব্যবধানে শোষণক্ষম ভূমি কমেছে ২৬ শতাংশ। একই সঙ্গে রাজধানীতে কমেছে খোলা জায়গাও। ১৯৯৯ সালে রাজধানীতে খোলা জায়গা ছিল ১৪ শতাংশ। বর্তমানে তার পরিমাণ মাত্র ৪ দশমিক ৬১ শতাংশ। রাজধানীতে সবুজ আচ্ছাদিত এলাকার পরিমাণ বর্তমানে ৯ দশমিক ২ শতাংশ। ২০ বছরে সবুজ আচ্ছাদিত এলাকা কমেছে প্রায় ৩৮ শতাংশ।
বিআইপির সাধারণ সম্পাদক আদিল মুহাম্মদ খান বলেন, একটি বাসযোগ্য নগরীর জন্য যতটুকু শোষণক্ষম ভূমি ও জলাশয় থাকা আবশ্যক, ঢাকায় তা নেই। পাশাপাশি ঢাকার পার্শ্ববর্তী নদী ও খালগুলো ভরাট হয়ে যাচ্ছে। ফলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতায় ডুবে যায় রাজধানী। জলাবদ্ধতার জন্য যদিও ওয়াসা বা সিটি করপোরেশনকে দোষারোপ করি আমরা, কিন্তু অপরিকল্পিত নগরায়ণই এর মূল কারণ। খাল উদ্ধার করেও আসলে নগরীর জলাবদ্ধতার সমস্যা নিরসন করা সম্ভব হবে না।
ইকবাল হাবিব ও আদিল মুহাম্মদ দুজনের মতে, যদি রাজধানীর সব খাল সচল হয়, ড্রেনেজ ব্যবস্থা অত্যাধুুনিক করা হয়, তবুও রাজধানীর জলাবদ্ধতা কমবে না। শোষণক্ষম ভূমি নির্ধারিত পরিমাণে বাড়ানো না গেলে এ সমস্যার সমাধান হবে না। বলা হয়, বাসযোগ্য শহরের জন্য ২৫ শতাংশ কাঁচামাটি থাকা দরকার। কিন্তু ঢাকার ক্ষেত্রে ২৫ শতাংশ কাঁচামাটির পাশাপাশি ১৫ শতাংশ জলাশয়সহ মোট ৩৫ শতাংশ কাঁচামাটি ও জলাশয়ের ব্যবস্থা করা ছাড়া জলাবদ্ধতার সমস্যা সমাধান সম্ভব নয়। চলতি বছরের শুরু থেকেই এসব খাল-নর্দমা-বক্স কালভার্ট পরিচ্ছন্নতার কাজে হাত দেয় দুই সিটি। সামান্য বৃষ্টি হলেও জলাবদ্ধতা সৃষ্টি হয়, এমন পাঁচটি জায়গা চিহ্নিত করে সেখানে পাইপলাইনসহ অবকাঠামো উন্নয়নের কাজ এরই মধ্যে শেষ করেছে ডিএনসিসি। একইভাবে ডিএসসিসিও এমন ২৫টি জায়গা চিহ্নিত করে সেখানে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে। জলাবদ্ধতা নিরসনের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে। দুই বছরের মধ্যে নগরবাসী এর সুফল পাবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর ঢাকার বাস্তবতার আলোকে জলাবদ্ধতা নিরসনে ২৫-৩০ শতাংশ সবুজ ভূমি ও জলাশয় বাস্তবায়ন অনেকটাই কঠিন কাজ। এ মুহূর্তে আমাদের যা করণীয় আমরা তা সফলতার সঙ্গে করতে পেরেছি। এবার ১১৬ মিলিমিটার বৃষ্টিপাতের পরও ৩ ঘণ্টায় পানি নিষ্কাশন করতে পেরেছি। খাল ও নর্দমা পরিষ্কারের ফলেই এটা সম্ভব হয়েছে। ঢাকায় এখন জলাবদ্ধতা অর্থাৎ দু-তিন দিন লাগাতার পানি জমে থাকে না। কিছু সময় জলজট হয়। এ বছর ৩ ঘণ্টায় পানি নেমেছে। আগামী বছর আরো কম সময়ে পানি সরে যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com