টঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গতকাল মিলগেট এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো, শাড়ি, লুঙ্গী, চাউল, ডাল, সাবান, তেল, আলু ও পেয়াজ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ সময় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দুখী মানুষের নেত্রী। খেটে খাওয়া মানুষের জন্য কাজ করেন। আমার বাবা প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার বস্তিবাসীর সুখে দু:খে কাজ করেছেন। বস্তিবাসীরা আমার বংশধর। এই দু:সময়ে আপনাদের পাশে আওয়ামীলীগ নেতৃবৃন্দ দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আওয়ামীলীগ সরকার জনগণের সরকার, খেটে খাওয়া মানুষের সরকার। এ সময় উপস্থিত ছিলেন, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান (বিকম), টঙ্গী থানা আওয়ামীলীগের সহ সভাপতি মনির আহমেদ, ৫৫নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক মো: দেলোয়ার হোসেন, সদস্য সচিব আব্দুল আলীম, আওয়ামীলীগ নেতা কাইয়ুম মাষ্টার, ইকবাল হোসেন, সাদেক হোসেন খান, সিদ্দিকুর রহমান, মোস্তাফিজুর রহমান টিটু, নাসির উদ্দিন, হাসানুজ্জামান মল্লিক, হারুন অর রশিদ, যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকার, আহমদ হোসেন, হারুন অর রশিদ, মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক আয়শা আক্তার, সিমা আক্তার, ছাত্রলীগ নেতা দ্বীন মোহাম্মদ নিরব, রাকিবুল হাসান রাকিব, আব্দুল মালেক, আকরাম হোসেন, সৈয়দ নিরব হোসেন, ফয়সাল আহমেদ প্রমুখ।