মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ধলেশ্বরী নদীর ভাঙন থেকে রক্ষা ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে নদীভাঙন কবলিত এলাকাবাসী। গতকাল শুক্রবার (১৮ জুন) দুপুরে উপজেলার আব্দুল্লাপুর এলাকায় ধলেশ্বরী নদীতীরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা জানান, বর্ষার শুরুতে উপজেলার ধলেশ্বরী নদীতীরের কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে দিন পার করছেন আব্দুল্লাপুর-বেতকা ইউনিয়নের হাজার হাজার মানুষ। এরমধ্যেই কৃষিজমি, বসতবাড়ি, খেলার মাঠসহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে মসজিদ, মাদরাসা, রাস্তাসহ বহু স্থাপনা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে এসব স্থাপনাও বিলীন হয়ে যাবে। এসময় তারা বাঁধ নির্মাণের দাবি জানান। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চিকিৎসক আব্দুল আলিম, সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শফিউদ্দিন মীর, আবুল চোকদার, সানু দেওয়ান, বাবলু কাজী, আক্তার মন্ডল, কামাল হোসেন দেওয়ান প্রমুখ।