সোনাগাজী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত যৌথসভা ও ই-প্রশিক্ষণে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার এম জহিরুল হায়াত বলেন- বর্তমান সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এস.ডি.জি) অর্জনে উৎপাদনমুখী সমবায় সমিতির গুরুত্ব অপরিসীম, সমবায় সমিতির মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও সার্বিক গ্রাম উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব। ২১শে জুন সকাল ১১টায় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) ৩য় পর্যায় বার্ড অংশ শীর্ষক প্রকল্পের যৌথ সভা ও ই-প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সোনাগাজী উপজেলা সমবায় অফিসার মোঃ ওবাইদুল হক। সমবায় পরিদর্শক আ.ন.ম তৌহিদুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন- সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার এম জহিরুল হায়াত। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ভূঞা। বাংলাদেশ সমবায় একাডেমি, কুমিল্লা ও আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট, ফেনী প্রদত্ত প্রশিক্ষণ, সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির কর্ম পরিকল্পনা মূল্যায়ন, মৎস্য চাষের কলাকৌশল নির্ধারণ সহ সমিতির উন্নততর ব্যবস্থাপনা, উদ্যোক্তা তৈরীর উদ্দেশ্যে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরি, উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের উদ্দেশ্যে যৌথ সভা ও ই-প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হয়। প্রশিক্ষণে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) প্রকল্পভুক্ত সোনাগাজী উপজেলার সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি সম্পাদক সহ গ্রাম উন্নয়ন কর্মী ও বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।