রংপুরে গত ২৪ ঘণ্টায় পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রংপুর মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (৩ মে) রংপুর মেডিকেল কলেজে (রমেক) ১৮৮ জনের নমুনা পরীক্ষায় কেবল রংপুর জেলাতেই ১১ জন শনাক্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী চিকিৎসক (৫৪), সদর উপজেলার এক চিকিৎসক (৪২), রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার এক পুলিশ কর্মকর্তা (৫৪), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স (৪০), বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা (৫৮), নগরীর মেডিকেল পাকার মাথা এলাকার এক যুবক (২৫), শালবন মিস্ত্রিপাড়া এলাকার সাড়ে ৩ বছরের এক শিশু, দক্ষিণ বাবুখাঁ এলাকার এক পুরুষ (৪৭), সেনপাড়ার এক বৃদ্ধ (৬৫), বিনোদপুর হলদিটারী এলাকার এক পুরুষ (৫২) ও পীরগাছা উপজেলার এক যুবক (২৫) রয়েছেন।
আজকের ১১ জনসহ রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২ জন। এরমধ্যে চারজন সুস্থ হয়েছেন। বাকিদের বেশিরভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। আর ১৬ জনকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।
এমআর/প্রিন্স