সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পানির তীব্র স্রোতে নেত্রকোনার কলমাকান্দার সীমান্তবর্তী বরুয়াকোনার রাস্তায় খাসপাড়া নামকস্থানে একটি বড় ভাঙ্গন সৃষ্টি হওয়ায় সবধরনের যান যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। যার কারনে বিশ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে আসতে হয়। এ রাস্তা দিয়ে প্রতিদিন সহস্রাধিক মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচল করে করে থাকে। ওই রাস্তার ভাঙ্গনে দশ ফুট গর্তের সৃস্টি হয়েছে ও পুরো রাস্তাটি খানাখন্দের সৃস্টি হয়েছে। স্থানীয়রা জানান, কলমাকান্দা উপজেলার সদর থেকে- সীমান্তবর্তী বরুয়াকোনা বাজার পর্যন্ত প্রায় ৮ কি:মি: রাস্তা। এলজিইডির তত্ত্বাবধানে ভিন্ন সময়ে তিন দফায় ওই রাস্তাটি পাঁকাকরন করা হয়েছিল। নির্মাণের পর ওই রাস্তাটি আর সংস্কার করার উদ্যোগ নেয়া হয়নি। রাস্তা ভাঙ্গার পূর্বে ওই রাস্তা দিয়ে সবধরনের যান চলাচল করত। ভেঙ্গে যাওয়ার পর থেকে ওই রাস্তায় সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে রাস্তাটি নীচু করে কার্পেটিং করার কারনে প্রতিবছর বন্যার পানিতে তলিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। পাহাড়ি ঢলে প্রতি বছরই বর্ষায় এলজিইডির পাকা রাস্তার ওই স্থান পানির তীব্র স্রোতে ভেঙ্গে যায়। আর যাতে ওই স্থানটি ভেঙ্গে না যায় স্থায়ী ও টেকসইভাবে কাজ করার দাবি জানিয়েছেন – এলাকাবাসী।