মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন

চট্টগ্রামে সরকারি হাসপাতালে আইসিইউ শয্যা খালি নেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১০ জুলাই, ২০২১

চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। করোনা শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় রোগীর চাপ বেড়েছে সরকারি-বেসরকারি হাসপাতালে। শনিবার (১০ জুলাই) দুপুরে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামের সরকারি হাসপাতালে আইসিইউ বেড খালি নেই। একইসঙ্গে হাসপাতালগুলোয় চলছে তীব্র অক্সিজেন সংকট। এ অবস্থায় সেবা কার্যক্রম অব্যাহত রাখতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। চট্টগ্রাম জেনারেল জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও ফোকাল পারসন ডা. মো. আব্দুর রব ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউ শয্যা ১৮টি। শনিবার (১০ জুলাই) দুপুর পর্যন্ত সবগুলো শয্যায়ই রোগী আছেন। গত কয়েকদিন ধরেই এ অবস্থা চলছে। প্রতিদিনই আইসিইউ ইউনিটের শয্যাগুলো রোগীতে পূর্ণ থাকে। এছাড়া কেবিনেও চারজন রোগী ভর্তি আছেন।
তিনি বলেন, হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন তাদের সবারই বেশি পরিমাণে অক্সিজেন দিতে হচ্ছে। আগে প্রতিদিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দেড় হাজার লিটার অক্সিজেন লাগতো। বর্তমানে সাড়ে তিন হাজার লিটার অক্সিজেন লাগে। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেই রোগীর অবস্থা দ্রুত খারাপের দিকে চলে যাচ্ছে। ফলে অনেকেরই অক্সিজেন লাগছে। জেনারেল হাসপাতালে ভর্তি ৪০ শতাংশ রোগীই গ্রামের। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেও রোগীর চাপ বেড়েছে অনেক। শনিবার দুপুর পর্যন্ত চমেকের আইসিইউ ইউনিটের ১০টি শয্যার মধ্যে ৯টিই রোগীতে পূর্ণ ছিল। এছাড়াও হাসপাতালের করোনা ইউনিটে ২৫৭ জন করোনা রোগী ভর্তি আছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রাম মেডিকেলের করোনা ইউনিটের ১০টি আইসিইউ শয্যার মধ্যে শনিবার (১০ জুলাই) দুপুর পর্যন্ত ৯টিতে রোগী আছেন। একটি খালি আছে, এটাতেও যে কোনো সময় রোগী ভর্তি করা লাগতে পারে।
অপরদিকে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত সরকারি বিআইটিআইডি হাসপাতালেও রোগীর চাপ বেড়েছে। আগে ৩২ শয্যায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হলেও বর্তমানে তা বাড়িয়ে ৫০ শয্যা করা হয়েছে। গতকাল শনিবার (১০ জুলাই) দুপুর পর্যন্ত হাসপাতালটিতে রোগী ভর্তি আছেন ৩৮ জন। তবে হাসপাতালটির চারটি আইসিইউ শয্যা উদ্বোধন করা হলেও জেনারেটরের অভাবে চালু করা যায়নি।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ২৯৯ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৯ হাজার ৭১৮ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৪ হাজার ৫৮১ জন রয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৭৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৯০ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৬৭ জন।
এই বিষয়ে বিআইটিআইডির সহযোগী অধ্যাপক ও করোনা টিমের ফোকাল পারসন ডা. মামুনুর রশীদ ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে হাসপাতালটিতে ৩৮ জন রোগী ভর্তি আছেন। এর মধ্য ২৮ জনকেই অক্সিজেন দিতে হচ্ছে। হাই ফ্লো নাজাল ক্যানুলা দিতে হচ্ছে তিনজনকে। আগের তুলনায় চারগুণ বেশি অক্সিজেন দরকার হচ্ছে হাসপাতালটিতে। অক্সিজেন সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে আমাদের চারটি টিম কাজ করছে। কিছুদিন আগেও আমাদের কাছে সংরক্ষণ করা সিলিন্ডারগুলো একবার রিফিল করলেই হয়ে যেত। কিন্তু এখন তা দুই তিন বার রিফিল করতে হচ্ছে।
আইসিইউ ইউনিট চালুর বিষয়ে তিনি বলেন, আমাদের সবকিছু তৈরি আছে। আইসিইউ চালু করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। একটি জেনারেটর আসার কথা। তা আসলেই আইসিইউতে রোগী ভর্তি শুরু হবে। জেনারেটর আজ বা কালকের মধ্যেই চলে আসতে পারে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জুলাই মাসের প্রথম ১০ দিনে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৭৫ জন। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন। অথচ গত জুন মাসে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিল ৫ হাজার ২৫৯ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা যান ৭৯ জন। অর্থাৎ জুলাই মাসে এসে চট্টগ্রামে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে অনেক।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ২৯৯ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৯ হাজার ৭১৮ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৪ হাজার ৫৮১ জন রয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৭৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৯০ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৬৭ জন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউ শয্যা ১৮টি। শনিবার (১০ জুলাই) দুপুর পর্যন্ত সবগুলো শয্যায়ই রোগী আছেন। গত কয়েকদিন ধরেই এ অবস্থা চলছে। প্রতিদিনই আইসিইউ ইউনিটের শয্যাগুলো রোগীতে পূর্ণ থাকে। এছাড়া কেবিনেও চারজন রোগী ভর্তি আছেন।
ডা. মো. আব্দুর রব, সিনিয়র কনসালটেন্ট ও ফোকাল পারসন, চট্টগ্রাম জেনারেল জেনারেল হাসপাতাল
চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রামের হাসপাতালগুলোয় রোগীর চাপ বেড়েছে। পুরাতন হলিক্রিসেন্ট হাসপাতালে (জেনারেল হাসপাতালের দ্বিতীয় ইউনিট) যে ১০ টি আইসিইউ শয্যা আছে তা চালু করার চেষ্টা করছি। জরুরি প্রয়োজনে চলতি সপ্তাহের মধ্যেই চালুর পরিকল্পনা। বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কিছু জনবলকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ওই ইউনিটটি চালু করা হলে তাদের সেখানে দিয়ে দেওয়া হবে। কিছু সুইপার, ওয়ার্ডবয়সহ অন্যান্য জনবলকে জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আজকেই (শনিবার) বদলির আদেশ দেওয়া হবে। তিনি আরও বলেন, চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সরকারি হাসপাতালে ৫৫ জনের মতো করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন। এখন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। একপর্যায়ে তা কমে আসবে। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারের পক্ষ থেকে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করতে পারলে আক্রান্তের সংখ্যা কমে আসবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com