মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

গজারিয়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন হাজী আক্তার হোসেন

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১

গজারিয়ায় রিক্সা চালক, ভ্যান চালক, দিম মজুর, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, নাপিত, সিএনজি চালক, নৌ যান শ্রমিকসহ তিন শতাধিক কর্মজীবি মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ প্রায় লক্ষাধিক টাকা বিতরণ করেছেন হোসেন্দী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের নেতা হাজী আক্তার হোসেন। রবিবার উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর কবরস্থান সংলগ্ন হাই স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ কার্যক্রম পরিচালিত করেন। জানা যায়, করোনা মহামারীর দ্বিতীয় ধাপে সংক্রমণ রোধে সরকারের ঘোষিত লকডাউন বাস্তবায়নের কারণে ক্ষতিগ্রস্ত নিন্ম আয়ের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের দূর্দশার কথা চিন্তা করে তিনি ব্যক্তিগত উদ্যোগেই এই সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। প্রতি প্যাকেট খাদ্য সামগ্রীতে ছিল চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, পিঁয়াজ ১ কেজি, আলু ১ কেজি। এছাড়াও প্রায় লক্ষাধিক টাকা নগদ বিতরণ করেন। সাহায্য গ্রহণকারী হোসেন্দী বাজার এর একজন নরসুন্দর (নাপিত) জানান, করোনা মহামারীর প্রথম ধাপে অনেকে’ই সাহায্য সহযোগিতা করেছে কিন্তু দ্বিতীয় ধাপে এসে কারো কোন খোঁজ খবর নাই, এই মুহুর্তে হাজী আক্তার যে টুকু সহযোগিতা করেছেন তা মনে রাখার মত। সহায়তা প্রদান অনুষ্ঠানে হাজী আক্তার হোসেন বলেন, আমি জনপ্রতিনিধি নির্বাচিত হই আর না হই মহান আল্লাহ তায়ালার মেহেরবানীতে তিনি যতদিন আমায় সুযোগ দিবেন, ততদিন আমি মানুষের পাশে আছি, ইনশা আল্লাহ থাকবো। এই সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগ নেতা হাজী মোঃ শাহপরান, উপজেলা তাঁতী লীগ এর সাঃসম্পাদক জুয়েল রানা, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাঃসম্পাদক হাজী মাহাবুব হোসেন, হোসেন্দী ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগ এর সাধারন সম্পাদক মোঃ সৈকত হোসেন বাবু প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com