বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

আফগানিস্তানে সংঘর্ষের মধ্যে পুলিৎজারজয়ী ফটো সাংবাদিক দানিশ নিহত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে তালেবান ও আফগান বাহিনীর সংঘর্ষের মধ্যে পড়ে বার্তা সংস্থা রয়টার্সের আলোকচিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক আফগান কমান্ডারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
ওই কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তবর্তী স্পিন বোলডাক জেলার প্রধান বাজার এলাকাটির পুনর্দখল নিতে তালেবানের বিরুদ্ধে লড়াই করছিল আফগান বাহিনী। গোলাগুলির মাঝে পড়ে নিহত হন দানিশ সিদ্দিকী ও এক জ্যেষ্ঠ আফগান কর্মকর্তারা। চলতি সপ্তাহের শুরুতে কান্দাহার প্রদেশে আফগান-তালেবানের মধ্যকার লড়াইয়ের সংবাদ সংগ্রহের জন্য আফগান স্পেশাল ফোর্সের সঙ্গে ছিলেন দানিশ। রয়টার্সের প্রেসিডেন্ট মাইকেল ফ্রিদানবার্গ ও প্রধান সম্পাদক আলেসান্দ্রা গ্যালোনি এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা আরও তথ্য খুঁজছি, ওই এলাকায় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।’ এতে বলা হয়েছে, ‘দানিশ ছিলেন অসাধারণ সাংবাদিক, নিবেদিত স্বামী ও বাবা এবং অনেক প্রিয় সহকর্মী। এই দুর্যোগপূর্ণ সময়ে আমরা তার পরিবারের সঙ্গে আছি।’ ২০১০ সালে রয়টার্সে আলোকচিত্র সাংবাদিক হিসেবে যোগ দেন দানিশ। তিনি আফগানিস্তা ও ইরাক যুদ্ধ, রোহিঙ্গা সংকট, হংকংয়ে বিক্ষোভ ও নেপালের ভূমিকম্পের খবর সংগ্রহ ও ছবি তুলেছিলেন। রোহিঙ্গা সংকট নিয়ে ছবি তোলায় রয়টার্সের যে আলোকচিত্র সাংবাদিকদের দলটি পুলিৎজার পুরস্কার পেয়েছিল, দানিশ তার সদস্য ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com